অ্যাপশহর

BSNL Recharge: আরও দামি বেসরকারি Prepaid প্ল্যান! BSNL-এ পোর্টের সহজ পদ্ধতি জানুন

BSNL Port: পোর্ট করার জন্য বেশ কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে। এবং সঠিকভাবে সেই পদ্ধতি মেনে চললে 5 দিন থেকে 7 দিনের মধ্যে পোর্ট করা সম্ভব। কীভাবে পুরো কাজটি করবেন? জানুন বিস্তারিত...

EiSamay.Com 6 Dec 2021, 11:58 am
সম্প্রতি সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা বাড়িয়েছে Prepaid প্ল্যান রেট। আগে যে টাকায় যে পরিমাণ সুবিধা পাওয়া যেত এখন সম পরিমাণ সুবিধা পাওয়ার জন্য প্রায় 150টাকা থেকে 200 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হচ্ছে। যদিও TRAI এর তরফে এখনও তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হঠাৎ করে প্ল্যান রেট বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা।
EiSamay.Com BSNL


ফোন নম্বর সেভ করার দরকার নেই, খুব সহজে Whatsapp করুন এই পদ্ধতিতে...
ট্যারিফ প্ল্যান বৃদ্ধির পরেই নেটিজেনদের ক্ষোভ আছড়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলিতে। একের পর এক Tweet করেছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকেই প্রস্তাব দিয়েছেন, বেসরকারি টেলিকম সংস্থা থেকে ছেড়ে BSNL এ পোর্ট করার জন্য। কারণ তুলনামূলক BSNL এর খরচ অনেক কম। এবং একই ফোন নম্বর ব্যবহার করা সম্ভব। কিন্তু পোর্টিং পদ্ধতি অনেকের অজানা। কীভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবেন জানুন-

বেসরকারি টেলিকম সংস্থা ছেড়ে কীভাবে BSNL এ পোর্ট করাবেন?
Whatsapp: ভারত সরকারের উদ্যোগে এবার Whatsapp চ্যাটবটের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
পোর্ট করার জন্য বেশ কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে। এবং সঠিকভাবে সেই পদ্ধতি মেনে চললে 5 দিন থেকে 7 দিনের মধ্যে পোর্ট করা সম্ভব। কীভাবে পুরো প্রক্রিয়াটি করবেন জেনে নিন-


  • বর্তমানে যে সংস্থার মোবাইল সিম ব্যবহার করছেন সেই সিম থেকে আপনাকে প্রথমে একটি মেসেজ করতে হবে।
  • রাইট মেসেজ অপশনে গিয়ে PORT <Your Mobile Number>
  • মেসেজটি পাঠিয়েদিন 1900 নম্বরে।
  • সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ আসবে। যেখানে পোর্টিং নম্বর থাকবে।
  • এরপর স্থানীয় কোনও মোবাইল সিমের দোকান থেকে অথবা BSNL অফিস থেকে ওই পোর্টিং নম্বরটি দিয়ে একটি সিম সংগ্রহ করুন। এরজন্য আপনাকে যাবতীয় নথি যেমন, আধারকার্ড বা ভোটার কার্ডের ফটোকপি জমা করতে হবে।
  • প্রয়োজনীয় নথি এবং তথ্য জমা করার পর BSNL এর তরফে যে সিমটি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেটি ফোনে ঢোকানোর দরকার নেই। ঢোকালেও নেটওয়ার্ক পাওয়া যাবে না।
  • এরপর 1দিন বা 2দিন পর বর্তমানে যে সিমটি ব্যবহার করছেন সেটি ডিঅ্যাকটিভেট হয়ে যাবে। ফোন থেকে নিজে থেকেই সমস্ত নেটওয়ার্ক চলে যাবে।
  • এরপর BSNL সিমটি ফোনে ঢোকালেই চালু হবে। এবং প্রয়োজনীয় ট্যারিফ প্ল্যান দিয়ে রিচার্জ করতে পারেন।

BSNL এর ক্ষেত্রেও Prepaid প্ল্যানে একাধিক পরিবর্তন এলেও অন্য বেসরকারি সংস্থাগুলির তুলনায় কিছুটা কম টাকার মধ্যে BSNL এর সুবিধা পাওয়া সম্ভব। অন্যদিকে দীর্ঘদিন থেকে ধুঁকতে থাকা সরকারি টেলিকম সংস্থাকে উজ্জীবিত রাখতেও সহায়তা করবে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল