অ্যাপশহর

Computer tips: কম্পিউটার স্লো? এই উপায় ট্রাই করুন! সমাধান হবে এক মুহূর্তে

CloudReady কে আরও নতুনভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে Chrome OS Flex। Google-ই পুরো বিষয়টি ডেভেলপ করেছে। কয়েক বছর আগে CloudReady-র মালিক Neverware কিনে নিয়েছিল Google।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 21 May 2022, 5:43 pm
যে কোনও কম্পিউটার যত দিন যায় ধীরে ধীরে স্লো হতে থাকে। কারণ RAM এবং স্টোরেজ ভর্তি হতে থাকে। তারসঙ্গে কম্পিউটারের হার্ডওয়ারও পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক ভাবে কাজ করে না। সেকারণেও কম্পিউটার স্লো হয়। এই পুরনো PC ফাস্ট করার জন্য Google এর তরফে চালু করা হয়েছে Chrome OS Flex। পুরনো কম্পিউটারে Chrome OS Flex ইনস্টল করার পরে ফের তা নতুন কম্পিউটারের মতো ফাস্ট চলতে শুরু করবে।
EiSamay.Com Computer


Chrome OS Flex কী?
CloudReady কে আরও নতুনভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে Chrome OS Flex। Google-ই পুরো বিষয়টি ডেভেলপ করেছে। কয়েক বছর আগে CloudReady-র মালিক Neverware কিনে নিয়েছিল Google। CloudReady ব্যবহার করে যে কোনও কম্পিউটারে ChromeOS অপারেটিং সিস্টেম চালানো সম্ভব হতো। ওপেন সোর্স Chromium OS এর উপরে নির্ভর করে এই ডেক্সটপ অপারেটিং সিস্টেম তৈরি হয়েছিল। তবে শুধুমাত্র Windows কম্পিউটার নয়, Linux পরিচালিত যে কোনও কম্পিউটারেও CloudReady ইনস্টল করা সম্ভব।।
এবার Flex OS সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। Google যখন Neverware-কে অধিগ্রহণ করে নেয় তারপর বাজারে এসেছিল CloudReady 2.0। Chrome OS এর উপর নির্ভর করেই এই অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল। তবে নতুন যে আপডেটটি বাজারে আনা হয়েছে সেখানে Chrome OS Flex-এ থাকছে Google Assistant সহ Google সাপোর্ট।

এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁরা বিনামূল্যে Chrome OS Flex ব্যবহার করতে পারবেন। সাধারণ গ্রাহকও চাইলে নিজের Mac অথবা Windows কম্পিউটারে Chrome OS Flex ইনস্টল করতে পারবেন।

কীভাবে ইনস্টল করবেন?
  • প্রথমে নিজের কম্পিউটারে Chromebook Recovery Utility নামের এক্সটেনশন ইনস্টল করুন।
  • এবং ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হলে Get Started অপশন চালু করুন।
  • সেখানে আসবে একাধিক কম্পিউটার মডেল। নিজের মডেল সিলেক্ট করুন।
  • এরপর Continue অপশন সিলেক্ট করুন।
  • সবশেষে Create now সিলেক্ট করলে আপনার সিস্টেমে Google Chrome OS Flex ইনস্টল হবে।
Read More- বাড়িতে লোডশেডিং-এর সমস্যা? 500টাকার কমেই রয়েছে নামী সংস্থার চার্জার LED লাইট
Read More- 5G টাওয়ার বসানোর বিজ্ঞাপন কেন্দ্রীয় সরকারের! জানুন সত্য তথ্য
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর