অ্যাপশহর

AC ফিল্টার পরিষ্কার করতে অনেক খরচ হচ্ছে? পদ্ধতি জেনে এবার নিজেই করুন

বাড়িতে থাকা AC-র ফিল্টার পরিবর্তন করা প্রয়োজন। নিয়মিত ওই ফিল্টার পরিষ্কার করলে AC-র মাধ্যমে বায়ু চলাচল প্রক্রিয়া সঠিক থাকে। কিন্তু এরজন্য অনেকেই টেকনিসিয়ান বা সংস্থার কোনও কর্মীদের ডাক পাঠান। যদিও বাড়িতেই AC পরিষ্কার রাখা সম্ভব। এবং পুরো কাজটি খুবই সহজ। AC-র ফিল্টার পরিষ্কার রাখার কাজটি কীভাবে করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য...

EiSamay.Com 12 Mar 2022, 11:10 am
গরম পড়তেই শুরু হয়েছে AC-র ব্যবহার। স্প্লিট হোক বা উইন্ডো সব AC-পরিষ্কার করা শুরু করেছে। কারণ গরম যেভাবে বাড়ছে তাতে চলতি মাস থেকেই অনেকেই AC চালানো শুরু করেছে। এখনও বাকি বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস। গরম তখন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
EiSamay.Com air conditioner


গরম যত বাড়ছে AC কেনার জন্য তাড়াহুড়ো ততই চোখে পড়ছে। কারণ দাম বাড়বে। তাই তাই আগে থেকেই নিজের পছন্দের AC বাড়িতে ঢোকাতে চাইছেন। আবার যাঁদের ইতিমধ্যে AC রয়েছে তাঁরা টেকনিসিয়ান বা সংস্থার কর্মীদের ডেকে ফিল্টার পরিষ্কার করাচ্ছেন। এছাড়াও AC-র যাবতীয় কাজকর্ম করাচ্ছেন। কিন্তু তাতেও যে খুব একটা কম খরচ তাও নয়।

বর্তমানে কোনও সাধারণ প্রয়োজনে AC টেকনিসিয়ানদের ডাকলেই কমপক্ষে 500 টাকা খরচ হবেই। এরপর তো বাদবাকি বিভিন্ন খরচ রয়েছেই। কিন্তু ফিল্টার পরিষ্কার রাখা দরকার। কারণ ফিল্টার পরিষ্কার না রাখলে AC-র ভিতরে বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না। ঠান্ডা হাওয়া পেতে সমস্যা তৈরি হয়।

খুব সহজেই নিজেই AC ফিল্টার পরিষ্কার করতে পারেন। পুরো বিষয়টি খুবই সহজ। কিন্তু অনেকেই জানেন না এই পুরো প্রক্রিয়া। এই প্রতিবেদনে দেওয়া হল কীভাবে নিজেই ফিল্টার পরিষ্কার রাখবেন? কোন পদ্ধতি মেনে চলতে হবে? জানুন বিস্তারিত...

স্টেপ 1- আপনি নিশ্চয় কখনই চাইবেন না যে আপনার ঘরে দূষিত বায়ু চলাচল হোক। ঠিক সেই কারণেই ফিল্টার পরিবর্তন করা দরকার। কিন্তু তার আগে জানতে হবে আদৌ কি আপনার ঘরের AC-তে ময়লা জমেছে। যদি ময়লা না জমে তাহলে ফিল্টার পরিষ্কার করার কোনও দরকার নেই। কিন্তু যদি ফিল্টারে ময়লা জমে তবেই ফিল্টার পরিষ্কার রাখা দরকার। তাই সর্বপ্রথম নিজের AC AC Off করুন। এরপর AC ভেন্ট কভার খুলতে হবে। AC ভেন্ট কভার খোলার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে যে মডেলের AC-তৈরি হচ্ছে তাতে কোনও স্ক্রু ড্রাইভার থাকছে। সাধারণ ক্লিপের মাধ্যমেও তা খোলা সম্ভব।
হোম অ্যাপলায়েন্সে দুর্দান্ত ছাড়! AC, রেফ্রিজারেটরে ধামাকা অফার নিয়ে হাজির Amazon
বেশিরভাগ AC তে রিটার্ন ইউনিটের পিছনেই থাকে Air ফিল্টার। নির্দিষ্ট জায়গা থেকে ওই ফিল্টারটি খুলে নিতে হবে। সেটি দেখতে অনেকটা জালের মতো হয়।

স্টেপ 2- এরপর ওই ফিল্টারটি ভালো করে জল ও কোনও লিকুয়িড সাবান দিয়ে ধুয়ে নিন। লিকুয়িড সাবানা দিতে হবে কারণ, কারণ সাধারণ সাবান ব্যবহার করলে তা ফিল্টারে লেগে থাকতে পারে। এর ফলে বায়ু চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
আপনি কি কোনও Facebook গ্রুপের মেম্বার? এই আপডেট তবে আপনার জন্য!
স্টেপ 3- ভালো করে পরিষ্কার করার পর তা শুকোতে দিন। তবে সরাসরি সূর্যের আলোতে দেবেন না। পরিবর্তে কোনও ছায়া রয়েছে এমন জায়গায় রেখে দিন। শুকিয়ে গেলে তা AC-র ভিতর ফের বসিয়ে দিন। যেহেতু AC-র ভিতর একাধিক বৈদ্যুতিন যন্ত্রাংশ রয়েছে তাই সেটি শোকানো দরকার। কারণ তা না হলে যে কোনও সময় শর্ট শার্কিট হতে পারে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল