অ্যাপশহর

Covid Booster Dose: বিনামূল্যে বুস্টার ডোজের বুকিং কীভাবে? জানুন পদ্ধতি

বুস্টার ডোজ যাঁরা নেবেন তাঁদের অবশ্যই Co-Win এর মাধ্যমে বুকিং করতে হবে। 18 বছর বয়সীদের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁরা বুস্টার ডোজ় নিতে পারবেন। তবে সেক্ষেত্রে 15 তারিখ থেকে আগামী 75 দিন এই সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে কীভাবে বুকিং করবেন? জানুন এই প্রতিবেদনে-

Produced byAbhishek Biswas | EiSamay.Com 13 Jul 2022, 7:22 pm
18 বছরের উর্ধ্বে সকলের জন্য কোভিড বুস্টার ডোজ় দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার বুধবার সরকারের তরফে জানিয়ে দেওয়া হল সকলকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
EiSamay.Com Booster dose


2021 সাল থেকেই কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। সবথেকে প্রথমে কোভিড প্রথম শ্রেণীর যোদ্ধাদের কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। এবং তারপর ধীরে ধীরে ষাটোর্ধ্ব, 30 ঊর্ধ্বদের কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। এই সবকিছুর মধ্যে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয় । প্রথমে প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল । তারপর সকলের জন্য কোভিড ভ্য়াকসিনের বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। এতদিন পর্যন্ত বেসরকারি হাসপাতালে টাকা খরচ করে বুস্টার ডোজ় কিনতে হত ।

18 বছর বয়সীদের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁরা বুস্টার ডোজ় নিতে পারবেন। তবে সেক্ষেত্রে 15 তারিখ থেকে আগামী 75 দিন এই সুবিধা পাওয়া যাবে।

বুস্টার ডোজ যাঁরা নেবেন তাঁদের অবশ্যই Co-Win এর মাধ্যমে বুকিং করতে হবে। সেক্ষেত্রে কীভাবে বুকিং করবেন? জানুন এই প্রতিবেদনে-

Read More- হু হু করে বাড়ছে করোনা! এই লক্ষণগুলি আপনার ধারণার থেকেও বেশিদিন থাকে শরীরে

প্রথমে নিজের কম্পিউটার বা ওয়েবসাইট থেকে Co-Win ওয়েবসাইট ওপেন করুন। গুগলে সার্চ করে ওই পোর্টাল ওপেন করতে পারেন। অথবা https://selfregistration.cowin.gov.in/ -এই পোর্টালের মাধ্যমে বুকিং করতে পারবেন। এছাড়াও আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও যে কেউ বুকিং করতে পারেন। কীভাবে বুকিং করবেন?

  • প্রথমে আরোগ্য সেতু অ্যাপ ওপেন করুন। অথবা Co-Win পোর্টাল ওপেন করুন।
  • এরপর সেখান নিজের ফোন নম্বর দিতে হবে। ফোন নম্বর দেওয়ার পরে সেই নম্বরের ফোনে পৌঁছবে একটি OTP।
  • এরপর ওই OTP Co-win পোর্টালে দিয়ে লগ-ইন করতে হবে।
  • লগ-ইন করার সঙ্গে সঙ্গেই সেখানে একটি বিশেষ নোটিফিকেশন দেখা যাবে। তাতে লেখা থাকবে বুস্টার ডোজ়ের জন্য আপনি এলিজিবল কিনা।
  • যদি বুস্টার ডোজ়ের নোটিফিকেশন পৌঁছয় তাহলে ওই নোটিফিকেশন লিঙ্কের উপর ক্লিক করতে হবে।
  • স্থানীয় এলাকায় যে যে বুকিং সেন্টার থেকে বুস্টার ডোজ পাওয়া যাবে সেই সেন্টারগুলি দেখা যাবে।
  • এরপর আপনি নিজের পছন্দমতো স্লটে বুকিং করা সম্ভব।
Read More- মারাত্মক গতিতে বাড়ছে করোনা! বহু আক্রান্তের শরীরে ৩ গুরুতর লক্ষণ
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল