অ্যাপশহর

অনলাইনেই সরকারি হাসপাতালের আউটডোর টিকিট বুকিং সম্ভব! জানুন নতুন পদ্ধতি

প্রযুক্তির উন্নতিতে এখন বাড়ি বসেই বুকিং করতে পারবেন চিকিৎসকের অ্যাপোয়েনমেন্ট। তার জন্য কোনও মেডিকেল কলেজ বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই বুকিং সম্ভব। এই প্রতিবেদনে জানুন কীভাবে পুরো প্রক্রিয়াটি করবেন-

Produced byAbhishek Biswas | EiSamay.Com 23 Jun 2022, 11:10 am
যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে সুস্থ থাকা প্রয়োজন। এবং কোনও শারীরিক সমস্যা দেখা দিলে দেরি না করে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বেসরকারি হাসপাতালের বা ক্লিনিকের পাশাপাশি সরকারি হাসপাতালেও রোজ নামকরা চিকিৎকরা রোগী দেখেন। ফলে একদম কম খরচে সেখানে রোগীর চিকিৎসা করাতে পারেন।
EiSamay.Com Online Hospital ticket booking


বেশ কয়েক বছর আগে পর্যন্ত পরিস্থিতি ছিল সম্পূর্ণ আালাদা। কারণ সেক্ষেত্রে সরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানোর জন্য দীর্ধসময় আগে থেকে লাইন দিতে হত। এবং নির্দিষ্ট সময়ে টিকিট কেটে তবেই চিকিৎসা করানো সম্ভব।

কিন্তু প্রযুক্তির উন্নতিতে এখন বাড়ি বসেই বুকিং করতে পারবেন চিকিৎসকের অ্যাপোয়েনমেন্ট। তার জন্য কোনও মেডিকেল কলেজ বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই বুকিং সম্ভব। এই প্রতিবেদনে জানুন কীভাবে পুরো প্রক্রিয়াটি করবেন-

সরকারি হাসপাতালে আউটডোর বুক করার জন্য রয়েছে কয়েকটি সাধারণ সহজ প্রক্রিয়া। যে কেউ কম্পিউটার বা নিজের মোবাইল থেকে আউটডোরে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে পারবেন। জানুন পুরো প্রক্রিয়া-

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন টিকিট বুকিং ওয়েবসাইটটি ওপেন করুন। গুগল থেকেও সার্চ করতে পারেন অথবা সরাসরি https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx-এই ওয়েবঅ্যাড্রেসে ক্লিক করতে পারবেন।

এরপর সেখানে রোগী বা তাঁর পরিজনের কোনও একজনের ফোন নম্বর দিতে হবে। ফোন নম্বর দেওয়ার পর তা ভেরিফাই হবে। এবং নির্দিষ্ট নম্বরের ফোনে পৌঁছবে একটি OTP।

সাবমিট করার পর ওই OTP দেওয়ার জন্য একটি আলাদা Window খুলবে। সেখানে ওই OTP দিয়ে দিন। OTP মিলে যাওয়ার পর একটি ডিজিট্যাল ফর্ম খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য দিতে হবে।

Read More- Google Chrome থেকে নজরদারির ফাঁদে আপনিও! সমাধান কী উপায়ে?

কী কী তথ্য দিতে হবে?
রোগীর নাম, কোন হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন সেই হাসপাতালের নাম সিলেক্ট করতে হবে। এছাড়াও রোগীর বাড়ির ঠিকানা। প্রাথমিক এই তথ্য দেওয়ার পর জনাতে হবে কোন দিন চিকিৎসকের পরামর্শ করাবেন। কী শারীরিক সমস্যা রয়েছে। কোন ডাক্তারের পরামর্শ চাইছেন। সব তথ্য দেওয়ার পর একদম নীচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন।

সাবমিট করার পর একটি ফর্ম তৈরি হবে। এবং সেটি প্রিন্ট করাতে হবে। এরপর নির্দিষ্ট দিনেই পৌঁছে যান নির্দিষ্ট হাসপাতালের ঘরে। এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

এই সহজ পদ্ধতিতে সরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসার জন্য টিকিট বুক করতে পারবেন।

Read More-
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল