অ্যাপশহর

Digha Hotel: সপ্তাহান্তে লম্বা ছুটি! দীঘায় সরকারি ওয়েবসাইট থেকে নিশ্চিন্তে হোটেল বুকিং কী ভাবে?

New Digha Hotel: হোটেল বুকিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে। কিন্তু অনেক সময় গন্তব্যে পৌঁছে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি জানেন কি সরকারি ওয়েবসাইট থেকেই দীঘায় হোটেল বুকিং সম্ভব?

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 12 Aug 2022, 9:59 am
সপ্তাহান্তে লম্বা ছুটি। এই সময় অনেকেই প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দীঘা। কিন্তু শেষ মুহূর্তে দীঘা (Digha Hotel) পৌঁছে হোটেল পাওয়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ করে এই ধরনের লম্বা উইকেন্ডে পর্যটকদের ঢল নামে দীঘায়(New Digha Hotel)।
EiSamay.Com digha hotel booking (1)


এখন অনলাইনে হোটেল বুকিং জনপ্রিয়তা পেলেও অনেকেই প্রতারণার ভয় পান। কিন্তু আপনি জানেন কি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকেই দীঘায় হোটেল বুকিং সম্ভব? কী ভাবে দীঘায় হোটেল বুক করবেন? জেনে নিন।

হোটেল বুকিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে। হোটেল ছাড়াও রিসর্ট, হোমস্টে বুক করা যায় এই সব ওয়েবসাইট থেকে। কিন্তু অনেক সময় গন্তব্যে পৌঁছে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অনেক সময় অনলাইনে বুক করে ভালো ঘর না পাওয়ার অভিযোগ ওঠে। কখনও আবার গন্তব্যে পৌঁছনোর পরে চাওয়া হয় অতিরিক্ত টাকা। এই পরিস্থিতিতে বুকিং সংস্থাগুলির কাছ থেকে যে খুব বেশি সাহায্য পাওয়া যায় এমন নয়। অনেক ক্ষেত্রেই বুকিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে উঠতেই অনেক সময় লেগে যায়। এই সব কিছুর ফলে খারাপ হয় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা।

দীঘায় সরকারি ওয়েবসাইট থেকে হোটেল বুকিং কী ভাবে?

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইট থেকেই দীঘায় হোটেল বুকিং করতে পারবেন।

  • https://www.wbtourism.gov.in/ ওয়েবসাইট ওপেন করতে হবে
  • ডান দিকে উপরে E-Booking সিলেক্ট করে বেছে নিতে হবে Online Property Booking
  • এবার আপনার স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে
  • চাইলে ব্রাউজার থেকে সরাসরি https://wbtdcl.wbtourismgov.in/home ওয়েবসাইট ওপেন করয়ে পারেন
  • স্ক্রিনের বাঁ দিকে রাজ্য সরকারের সব গেস্ট হাউজের হদিস পেয়ে যাবেন
  • এখানে Digha সিলেক্ট করতে হবে
  • কত দামের ঘর খুঁজছেন তা জানাতে পারবেন
  • দীঘায় পশ্চিমবঙ্গ সরকারের দুটি গেস্ট হাউজ রয়েছে, চাইলে যে কোন একটি গেস্ট হাউজে বুকিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে
Digha Hotel: দিঘায় Online Hotel Booking -এ প্রতারণার ভয়! বাঁচতে কী করবেন?
তবে এই ওয়েবসাইট থেকে গেস্ট হাউজ বুক করতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে তবেই নিজের ঘর বুক করা যাবে। জেনে রাখা প্রয়োজন এই ওয়েবসাইট থেকে শুধু দীঘা নয়, রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রেও হোটেল ও গেস্ট হাউজ বুক করা যাবে। তবে এখানে শুধুমাত্র সরকারি সম্পত্তি বুকিংয়ের সুবিধা রয়েছে। অন্য কোন হোতেল অথবা গেস্ট হাউজ এই ওয়েবসাইট থেকে বুক করা যাবে না।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল