অ্যাপশহর

Digha Hotel Booking Online Process: দিঘা বিচের কাছেই দুর্দান্ত সরকারি গেস্ট হাউস, অনলাইনে বুকিং কী ভাবে?

দিঘায় রয়েছে মৎস্য দফতরের গেস্ট হাউস। যেখানে সপ্তাহের শেষে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারেন। এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কীভাবে মৎস্য দফতরের গেস্ট হাউস অনলাইনে বুক করতে পারবেন।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 16 May 2022, 12:06 pm
কথাতেই রয়েছে বাঙালির পায়ের তলায় সর্ষে। সপ্তাহে একটা ছুটি পেলেই কাছেপিঠে ঘুরে আসা বাঙালির অভ্যাস। সমুদ্র প্রিয় বাঙালির কাছাকাছি ঘুরতে যাওয়ার গন্তব্যই হলো দিঘা। শনিবার গিয়ে রবিবার ফিরে আসার জন্য আদর্শ জায়গা। অতিরিক্ত ছুটি নেওয়ারও প্রয়োজন নেই আর একটু হাওয়া পরিবর্তনও হবে।
EiSamay.Com Hotel Booking Digha


দিঘায় রয়েছে একাধিক নামীদামি হোটেল। সমুদ্রের পাশেই যেমন রয়েছে তেমন রয়েছে একটু দূরের কিছু হোটেল। তবে সমুদ্রের কাছাকাছি হোটেলের ভাড়া তুলনামূলক বেশি থাকায় অনেকেই সেই হোটেল ব্যালকনি থেকেসমুদ্র দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকেন। এবার দিঘা গেলে অভিজ্ঞতা হবে সম্পূর্ণ আলাদা। হোটেল থেকেই সমুদ্র দেখার অভিজ্ঞতা পাবেন আপনিও। কীভাবে? জানুন-

দিঘায় রয়েছে মৎস্য দফতরের গেস্ট হাউস। যেখানে সপ্তাহের শেষে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারেন। এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কীভাবে মৎস্য দফতরের গেস্ট হাউস অনলাইনে বুক করতে পারবেন।

মৎস্য দফতরের বিভিন্ন গেস্ট হাউস রয়েছে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থলে। দিঘাতেও রয়েছে একটি গেস্ট হাউস। অনেকের এবিষয়ে জানা থাকলেও বুকিংয়ের বিষয়টি অজানা। এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে মৎস্য দফতরের গেস্টহাউস বুকিং করবেন।


দিঘায় মৎস্য দফতরের যে গেস্ট হাউস রয়েছে তার নাম ওসিয়ানা গেস্ট হাউস (Oceana Guest House)। AC ডবল বেড এবং AC ডরমেটরি রয়েছে ওই গেস্ট হাউসে। বুকিং করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই বুকিং সম্ভব। বুকিংয়ের জন্য ওয়েবসাইটটি হল-https://wbsfdcltd.com/sfdctourism/eco-tourism/guest-house/10009.htm। এছাড়াও রয়েছে Old Digha Bunglow I, এবং Old Digha Bunglow II। এই সব ওয়েবসাইটগুলি মৎস্য দফতরের ওয়েবসাইট থেকেই বুক করা সম্ভব।

Digha: টানা ৪ দিনের ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান, ভিড় কেমন? জানুন
কীভাবে বুক করবেন?

  • প্রথমে মৎস দফতরের ওয়েবসাইট ওপেন করুন।
  • সেখানে রয়েছে মৎস্য দফতরের সব গেস্ট হাউসের নাম। যে গেস্ট হাউস বুক করতে চাইছেন সেখানে ক্লিক করুন।
  • নির্দিষ্ট গেস্ট হাউসের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য একটি ওয়েবপেজ খুলবে। সেটি মূলত একটি ডিজিট্যাল ফর্ম।
  • ওই ডিজিট্যাল ফর্মে যাবতীয় তথ্য দিতে হবে। যেমন কবে থেকে বুক করতে চাইছেন, কতদিনের জন্য বুক করবেন, কতজন থাকবেন ইত্যাদি। সব তথ্য দেওয়ার পর দেখা যাবে কোন রুম ফাঁকা রয়েছে। এবং কত দিনের জন্য তা ফাঁকা থাকবে। সঙ্গে প্রতিদিনের থাকার খরচ দেওয়া থাকবে।
  • আপনার পছন্দমতো রুম সিলেক্ট করে বুক করুন। এবং তার জন্য অনলাইন পেমেন্ট করলেই বুকিং কনফার্ম হবে।
Read More- WBTC: বারাসত থেকে এক বাসে দিঘা-বকখালি-তারাপীঠ! ফোনে অনলাইনে কীভাবে বুকিং? জানুন
দিঘায় ওসিয়ানা গেস্ট হাউস রয়েছে ওডিশা সীমান্তবর্তী এলাকায়। মূলত উদয়পুর সমুদ্র সৈকতে রয়েছে সেটি। দিঘা বাস স্টপ থেকে টোটো করে যেতে পারেন সেখানে।
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল