অ্যাপশহর

Free Fire Redeem Code 'রিডিম' করবেন কী ভাবে? জানুন

Free Fire Redeem Code Redeem কী ভাবে করবেন, তা জেনে নেওয়া খুবই জরুরি। কারণ, রিডিম কোডের মাধ্যমে গেমের মধ্যে বিভিন্ন ফিচার আনলক করা সম্ভব। এর মধ্যেই রয়েছে নতুন স্কিন, কস্টিউম, বন্দুক ও ক্যারেকটার।

Lipi 10 Jun 2021, 7:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনামূল্যে রিওয়ার্ড পেতে চাই রিডিম কোড সম্পর্কে যথেষ্ট জ্ঞান। Free Fire গেমে ডেভেলপারদের তৈরি রিডিম কোডের মাধ্যমে গেমের মধ্যে বিভিন্ন ফিচার আনলক করা সম্ভব। এর মধ্যেই রয়েছে নতুন স্কিন, কস্টিউম, বন্দুক ও ক্যারেকটার। রিডিম কোড পেতে গেলে আপনাকে ভিজ়িট করতে হবে reward.ff.garena.com ওয়েবসাইট। এই প্রতিবেদনে সেই কোডগুলি দেখে নিন। তবে তার থেকেও বেশি জরুরি হল Free Fire Redeem Code Redeem কী ভাবে করবেন, তা জেনে নেওয়া। আসুন জেনে নেওয়া যাক।
EiSamay.Com Free Fire


ইন্ডিয়া সার্ভার -

জুন মাসে Garena Free Fire গেমের রিডিম কোড দেখে নিন:-

রিডিম কোড – ZFMUVTLYSLSC

কী কী রিওয়ার্ড মিলবে?

* 2x SCAR – ব্লাড মুন ওয়েপন লুট ক্রেটস
* এভলিউশন স্টোন
* ডায়মন্ড রয়্যাল
* ইনকিউবেটর ভাউচার
* 2x ওপেন রয়্যাল ভাউচার

ইন্দোনেশিয়া সার্ভার

* FFESPORTSSQA
* FF8MBDXPVCB1
* FFESPORTSJLC

আরও পড়ুন: Free Fire গেমে FREE-তে Diamonds জিতবেন কী ভাবে? জানুন

ইউরোপ সার্ভার

* ED22KT2GRQDY
* H28UZG5ATK2R
* HP5DXHQANLB5
* VNY3MQWNKEGU
* U8S47JGJH5MG
* BPDSDHCXPXWT
* UBJJ2A7G23L6
* 5KHJ8U3RNP42
* 8QW6TDX2D8A4
* FF8M82QK7C2M
* FV385V6HXJ97
* KNRZ89SXFG9S
* G3MKNDD24G9D
* RRF6WMKMDPJV
* PCNF5CQBAJLK
* 6XMNG242VMKV
* মিডল ইস্ট সার্ভার
* 245QMX2MXSZN
* HAPPYBDAYMR1

প্রত্যেকটি কোড নির্দিষ্ট সময় পরে আজ করবে না। তাই যত দ্রুত সম্ভব রিডিম করুন।

আরও পড়ুন: GTA Online গেম থেকে মোটা টাকা রোজগারের সহজ 5 উপায়

কী ভাবে রিডিম করবেন এই কোড?

উপরে দেওয়া রিওয়ার্ড কোড রিডিম করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন

Free Fire রিডেম্পশন ওয়েবসাইটে লগ ইন করতে এখানে ক্লিক করুন।

প্রথমেই Facebook, Google, VK, Apple ID, Huawei ID অথবা Twitter দিয়ে লগ ইন করুন।
টেক্সট বক্সে রিডিম কড পেস্ট করে 'Confirm' অপশন সিলেক্ট করুন। তার পরে স্ক্রিনে একটি ডায়ালগ বক্স ভেসে উঠবে। সেই বক্সে 'OK' সিলেক্ট করুন। গেমের মধ্যে ইমেল সেকশন থেকে রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল