অ্যাপশহর

হার মানল PUBG! সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম কোনটি জানেন?

অক্টোবরেই কল অফ ডিউটি: মোবাইল (Call of Duty: Mobile) লঞ্চ করে ভিডিয়ো গেম পাবলিশার সংস্থা অ্য়াক্টিভেশন (Activision)।

Hindustan Times 5 Nov 2019, 4:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: PUBG-কে হারিয়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমের তকমা পেল কল অফ ডিউটি: মোবাইল (Call of Duty: Mobile)। মার্কিন ডিজিটাল কোম্পানি ranker.com-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাক্টিভেশনে-এর কল অফ ডিউটি: মোবাইল'ই এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম।
EiSamay.Com Games Call of Duty
PUBG ও COG: মোবাইল


এছাড়াও প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে মাইনক্র্যাফ্ট (Minecraft), ক্ল্যাশ অফ ক্ল্যানস (Clash Of Clans) এবং ক্ল্যাশ রয়্যাল (Clash Royale)। 'অজানা রহস্য'ই এই ধরনের স্মার্টফোন গেমগুলির জনপ্রিয়তার মূল কারণ বলে জানাচ্ছেন techARC-এর প্রতিষ্ঠাতা ও চিফ অ্যানালিস্ট ফয়জল কায়োসা।



অক্টোবরেই কল অফ ডিউটি: মোবাইল (Call of Duty: Mobile) লঞ্চ করে ভিডিয়ো গেম পাবলিশার সংস্থা অ্য়াক্টিভেশন (Activision)।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল