অ্যাপশহর

শ্রীলঙ্কা সফরে ভারতের কোচ দ্রাবিড়ই, জানিয়ে দিলেন সৌরভ

রাহুল দ্রাবিড় এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবং ভারতীয় এ দলকে কোচিং করিয়েছেন। তিনি যে ভারতের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

EiSamay.Com 15 Jun 2021, 2:02 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একথা ঘোষণা করেছেন। তিনি বললেন, "শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়ই।"

ইতিপূর্বে গত সোমবার শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ে তাঁদের ১৪ দিনের কোয়ারান্টাইন পর্বও শুরু হয়ে গেছে।

রাহুল দ্রাবিড় এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবং ভারতীয় এ দলকে কোচিং করিয়েছেন। তিনি যে ভারতের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।


আগামী জুলাই মাসে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই সফর ২৫ জুলাই পর্যন্ত চলবে। ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় তিনটে একদিনের ম্যাচ এবং একই সংখ্যক টি-২০ ম্যাচও খেলবে। সফরের শুরুতে একদিনের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ১৩ জুলাই হবে প্রথম ম্যাচ, ১৬ তারিখ দ্বিতীয় এবং ১৮ তারিখ তৃতীয় একদিনের ম্যাচ আয়োজিত হবে।

এরপর ভারতীয় ক্রিকেট দল টি-২০ সিরিজ খেলবে। এই সিরিজ ২১ জুলাই থেকে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৩ এবং তৃতীয় ম্যাচ ২৫ জুলাই আয়োজিত হবে। তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেইসময় ত্রিদেশীয় নিদাহাস টি-২০ ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত সিরিজ জয় করেছিল।

একনজরে ভারতীয় ক্রিকেট দল :

শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চহ্বাল, রাহুল চহ্বার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), দীপক চহ্বার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া


নেট বোলার : ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, আর্শদীপ সিং, সাই কিশোর, সিমরজিৎ সিং

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল