অ্যাপশহর

বজরং-বিনেশকে নিয়ে সোনার স্বপ্ন

এই বিশ্ব মিট থেকে টোকিও অলিম্পিকে ছয়টি কোটা রয়েছে। ফলে এই ছয়টি কোটার জন্য বিশ্বের প্রায় পাঁচ হাজার কুস্তিগির নামছেন। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি সেখানে। যেখানে ভারতীয় কুস্তিগিরদের জন্য সুযোগ নিজেদের প্রমাণ করার, গোটা বিশ্বের সামনে।

EiSamay.Com 14 Sep 2019, 9:31 am
এই সময় ডিজিটাল ডেস্ক: একদিকে বজরং পুনিয়া, অন্যদিকে সুশীল কুমার। মাঝে বিনেশ ফোগতের মতো কুস্তিগির রয়েছেন।
EiSamay.Com world wrestling championship to start from today at kazakhstan
বজরং-বিনেশ


আজ শনিবার থেকে কাজাখস্তানে শুরু হচ্ছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। ২০১০ সালে সুশীল কুমারের পরে দেশের কোনও কুস্তিগির সোনা জিততে পারেননি বিশ্বমিটে। মেয়ে কুস্তিগিররাও নয়।

এ বার কিন্তু সোনার সম্ভাবনা। বজরং ছাড়া বিনেশের উপরে বাজি রাখছেন সকলে। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ের পরের চারটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজরং। নিজের ৬৫কেজি ক্যাটাগরিতে তিনিই একমাত্র চ্যাম্পিয়নের দাবিদার। সেখানে সোনা জিততে পারলে টোকিও অলিম্পিকের টিকিটও নিয়ে আসতে পারবেন।

এশিয়াডে সোনা জেতার পরে তিনটি আন্তর্জাতিক মিটে তিনি সোনা জিতেছেন বিনেশ। কিন্তু সমস্যা হচ্ছে, বিশ্ব মিটে তিনি নামছেন ৫৩ কেজিতে। ৫০ কেজি ক্যাটাগরিতে তিনি সাবলীল ছিলেন। কিন্তু অলিম্পিকে ৫০ কেজি না থাকায় ৫৩ কেজিতে নামতে হচ্ছে। নতুন ক্যাটাগরি তাঁর সামনে রীতিমতো চ্যালেঞ্জে।

পদক জেতার জন্য জাতীয় টিমে সারপ্রাইজ প্যাকেজও রয়েছে। ১৮ বছরের দীপক পুনিয়া বিশ্ব জুনিয়রে চ্যাম্পিয়ন। সিনিয়রে তিনি অঘটনের জন্য প্রস্তুত। ৩৪ বছরের সুশীল কুমাররের নতুন করে পাওয়ার কিছু নেই। ৭৪ কেজি ট্রায়াল দিয়ে তিনি বিশ্ব মিটে তিনি গিয়েছেন। পরপর দুটো অলিম্পিকে পদকজয়ী সুশীল এখনও পর্যন্ত সর্বকালের সেরা ক্রীড়াবিদ। কিন্তু তাঁর শেষের শুরু। জীবনের শেষ অলিম্পিকের জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। ২০১৮ সালে এশিয়াডে শূন্য হাতে ফিরে আসার পরে নিকটজনেরা অবসরের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শোনেননি সুশীল। অন্তরালে নিজেকে তৈরি করেছেন বিশ্ব মিটে চমক দেখানোর জন্য।

গ্রেকো ও রোমান নিয়ে দেশের প্রায় ৩০জন কুস্তিগির বিশ্ব মিটে অংশ নিয়েছেন। তাদের অনেকেই একমাস ধরে রাশিয়াতে পড়ে থেকেছেন। বিদেশি কোচের কাছে ট্রেনিংয়ের জন্য। মেয়েদের মধ্যে বিনেশ ছাড়া দিব্য করণ, পূজা ধান্ধার মতো কুস্তিগির রয়েছেন।

রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিককে ঘিরে নতুন কোনও প্রত্যাশা নেই। এশিয়াডে কিছু করতে পারেননি। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক মিটেও সাফল্যের ঝুলি শূন্য সাক্ষীর।

এই বিশ্ব মিট থেকে টোকিও অলিম্পিকে ছয়টি কোটা রয়েছে। ফলে এই ছয়টি কোটার জন্য বিশ্বের প্রায় পাঁচ হাজার কুস্তিগির নামছেন। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি সেখানে। যেখানে ভারতীয় কুস্তিগিরদের জন্য সুযোগ নিজেদের প্রমাণ করার, গোটা বিশ্বের সামনে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল