অ্যাপশহর

হিটে ভালো সময় নয়, নিজেই অখুশি বোল্ট

অ্যাথলেটিক্সে ‘মানব পাচার ’ নিয়ে তোলপাড়

Ei Samay 5 Aug 2017, 2:16 pm
লন্ডন : শেষের শুরু হয়ে গেল উসেইন বোল্টের।
EiSamay.Com world athletics championships usain bolt through with very bad run
হিটে ভালো সময় নয়, নিজেই অখুশি বোল্ট


শুক্রবার বিশ্ব মিটের প্রথম দিনেই ১০০ মিটার হিটে বিদ্যুত্ বোল্ট সময় নিলেন ১০. ০৭ সেকেন্ড৷ হলেন প্রথম৷ হিটে মোট ৪৮ জন অংশ নিলেন৷ প্রতি হিটে ছিলেন ৮ জন করে৷ বোল্ট ছিলেন ৬ নম্বর হিটে৷ বোল্টের সঙ্গে সোনার লড়াইয়ে থাকা বাকি তারকাদের মধ্যে একমাত্র তাঁর স্বদেশীয় জুলিয়ান ফোর্ট ছাড়া আর কেউই ১০ সেকেন্ডের কম সময় করতে পারেননি৷ গ্যাটলিন, ব্লেকের সময়ও ভালো বোল্টের থেকে৷ তবে বোল্ট তাঁর আসল লড়াই তুলে রাখলেন ফাইনালের জন্যই৷ এ দিন তিনি ট্র্যাকে নামার মুহুর্তে গ্যালারি থেকে অসাধারণ সম্মান পেলেন৷

এই বিশ্ব মিটের পরেই অবসর নেবেন জামাইকান স্প্রিন্টার৷ তাই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতেই তিনি ১০০ মিটারে সোনা দরে রাখতে চান৷ হিটেই যার প্রমাণ পাওয়া গেল৷



বিশ্ব অ্যাথলেটিক্স মিট শুরুর দিন , উদ্বোধনী অনুষ্ঠানের আগে বোমা ফাটালেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো৷ দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কো অ্যাথলেটিক্সে ‘মানব পাচার’ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন৷

কেনিয়া এবং ইথিওপিয়ার অনেক ভালো অ্যাথলিটকে আজেরবাইজান এবং বাহরিনের মতো ধনী দেশ নাগরিকত্ব দিয়ে দিচ্ছে হঠাত্৷ ওই অ্যাথলিটরা তাদের আন্তর্জাতিক মিটে পদক দেবেন দ্রুততম হওয়ার লড়াই শুক্রবার লন্ডনে শুরু হল বিশ্ব অ্যাথলেটিক্স৷ ছেলেদের ১০০ মিটার দৌড়ের হিটে জামাইকার ইওহান ব্লেক শেষ করলেন দ্বিতীয় স্থানে৷ পরে নেমে বোল্ট হন প্রথমবলে৷ এটাকেই বলা হচ্ছে ‘মানব পাচার ’৷ অনেক নামী অ্যাথলিট অভিযোগ করেছেন , তাঁদের পাসপোর্ট দিয়ে পদক জেতার পর ক্রীতদাসের মতো আচরণ করা হচ্ছে নতুন দেশে৷ কেড়ে নেওয়া হচ্ছে অর্থ, কেড়ে নেওয়া হচ্ছে পদক৷
সেব কো এই ধরণের অভিযোগেই বিচলিত৷ তিনি বিশ্ব অ্যাথলেটিক্সের ইন্টিগ্রিটি ইউনিটকে এ নিয়ে তদন্তের অনুরোধ করেছেন৷

এ দিকে , উসেইন বোল্টকে অপমান করেছেন আন্দ্রে দি গ্রাসে৷ ২২ বছর বয়সী কানাডিয়ান স্প্রিন্টার৷ লন্ডনে বিশ্ব মিটের ১০০ মিটারের প্রাথমিক পর্যায়ের দৌড়ে নামার আগে অপমানিত হওয়ার কথা নিজের মুখেই জানিয়েছেন বোল্ট৷ নাম না করেই বোল্ট বলেছেন , ‘এক তরুণ স্প্রিন্টার আমাকে সম্মান দেখাননি৷ এটা খুব দুর্ভাগ্যের৷ কে সেই স্প্রিন্টার ? সাংবাদিকরা বারবার খোঁচা দেওয়া সত্ত্বেও বোল্ট তাঁর নাম বলেননি৷ বলেছেন , ‘আপনারা ব্যাপারটা বুঝে নিন৷ ’সেই বুঝে নিতে গিয়েই দেখা যাচ্ছে , কানাডিয়ান গ্রাসে জুলাই মাসে মোনাকোয় ডায়মন্ড লিগের ১০০ মিটার থেকে শেষ সময়ে নাম তুলে নিয়েছিলেন৷ উসেইন বোল্ট সেখানে প্রথম হন৷ পরে গ্রাসের কোচ স্টুয়ার্ট ম্যাকমিলান বলেছিলেন , ‘বোল্টের জেতার পথ সহজ হয়ে গিয়েছে গ্রাসে না থাকায়৷ ’

বিশ্ব অ্যাথলেটিক্স
টিভিতে দুপুর ২ -৩০ থেকে শুরু৷
ছেলেদের ১০০ মিটার সেমিফাইনাল রাত ১১ -৩৫,
ফাইনাল রাত ২ -১৫সরাসরি স্টার সিলেক্ট৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল