অ্যাপশহর

ডোপের দায়ে সতীর্থ, বেজিংয়ে জেতা রিলের সোনা খোয়ালেন বোল্ট

অবিশ্বাস্য ঘটনা! ৯ বছর পরে ন’টি অলিম্পিক সোনার একটি খোয়া গেল সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট উসেইন বোল্টের৷ তাও এক সতীর্থের দোষে!

EiSamay.Com 26 Jan 2017, 12:28 pm
লন্ডন: অবিশ্বাস্য ঘটনা! ৯ বছর পরে ন’টি অলিম্পিক সোনার একটি খোয়া গেল সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট উসেইন বোল্টের৷ তাও এক সতীর্থের দোষে!
EiSamay.Com usain bolt stripped off beijing olympic gold
ডোপের দায়ে সতীর্থ, বেজিংয়ে জেতা রিলের সোনা খোয়ালেন বোল্ট


কেড়ে নেওয়া হল ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জেতা সোনা৷ নেস্টা কার্টারের ডোপিংয়ের দায়ে৷ বেজিং ছিল বোল্টের উত্থানের অলিম্পিক৷ ১০০, ২০০ ও ১০০ মিটার রিলে রেসে সোনা জিতে চমকে দিয়েছিলেন বিশ্বের দ্রুততম মানব৷ সেই বেজিংই কিনা বোল্টের কেরিয়ারে কালির ছিটে লাগিয়ে দিল৷

সাম্প্রতিক কালে সুপারস্টারদের অলিম্পিক সোনা কেড়ে নেওয়ার ঘটনা হয়েছে মারিয়ন জোন্সের ক্ষেত্রে৷ তাঁর পাঁচটি সোনাই কেড়ে নেওয়া হয়৷ মারিয়নও ছিলেন স্প্রিন্টার৷ সঙ্গে লং জাম্পেও সোনা ছিল৷

গত বছরই খবর ছিল, ৩১ জন অ্যাথলিটের গোপন তালিকা তৈরি হয়েছে৷ যাদের মূত্র ও রক্তের নমুনা ফের পরীক্ষা করা হবে৷ নেস্টা কার্টারের নাম ছিল সেখানে৷ বুধবার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা সরকারি ভাবে জানিয়ে দিল, কার্টার বেজিংয়ে নিষিদ্ধ ওষুধ মিথাইলএক্সানিমিন নিয়েছিলেন৷ বেজিং অলিম্পিকে জেতা জামাইকার সোনা দিয়ে দেওয়া হল ত্রিনিদাদ ও টোগাবোকে৷ জাপান পেল রুপো৷ চতুর্থ হওয়া ব্রাজিলের ব্রোঞ্জ৷

২০০৪ সালেই বিশ্ব ডোপ বিরোধী সংস্থা মিথাইলহেক্সানিয়ামাইনকে নিষিদ্ধ ঘোষণা করে হয়েছিল৷ কার্টার যে ওই ওষুধ সেবন করেছিলেন, তা নিয়ে সন্দেহ ছিল৷ আইওএ-র বিবৃতিতে বলা হয়েছে, নেস্টা কার্টার যে ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ডোপিং করেছিলেন, তা প্রমাণিত৷ রিলে থেকে জামাইকা টিমকে বাতিল করা হল৷ পদক কেড়ে নেওয়া হল৷ ২০১২ সালেও রিলে টিমে ছিলেন কার্টার৷ লন্ডন অলিম্পিকে তাঁরা সোনাও জিতেছিলেন, বিশ্বরেকর্ড করে৷ প্রশ্ন উঠছে, কার্টার ওই গেমসে ডোপিং করেননি তো?

উসেইন বোল্ট, মাইকেল ফ্রাটার, আসাফা পাওয়েলের সঙ্গে ওই টিমে ছিলেন নেস্টা কার্টার৷ রিলে রেসে প্রথম দৌড়টা শুরু করেছিলেন কার্টারই৷ ৩৭.১০ সেকেন্ডে রিলে রেসে চ্যাম্পিয়ন হয়েছিল জামাইকা৷ বিশ্বরেকর্ডও করেছিল বোল্টের জামাইকা৷

অ্যাথলেটিক্সকে কলঙ্কমুক্ত করার জন্য চিরকাল ডোপ বিরোধী প্রচার চালিয়ে গিয়েছিলেন বোল্ট৷ শেষে তিনিই কিনা ডুবলেন এক সতীর্থের ডোপিংয়ে দায়ে৷ গত বছর কার্টারের ডোপিংয়ে ধরার পড়ার আশঙ্কাজনক খবর বাজারে আসার পর তিনিও অবাক হয়েছিলেন৷ একই সঙ্গে এও জানিয়ে দিয়েছিলেন, ডোপিংয়ের মতো নোংরা কাজ কোনও ভাবেই সমর্থন করেন না৷ তবে কার্টারকে নিয়ে যা হাওয়া ছিল, তাতে কিংবদন্তি অ্যাথলিট হয়তো নিশ্চিত ছিলেন, বেজিংয়ের সোনাটা খোয়া যাবে৷

ওই সময়ই বোল্ট বলেছিলেন, ‘মন ভেঙে দেওয়ার মতো ঘটনা৷’ সঙ্গে তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘এক জন অ্যাথলিট চারটে বছর ধরে প্র্যাক্টিস করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য৷ তার পরও যখন এই ধরনের ঘটনা ঘটে, মেনে নেওয়া যায় না৷’

সেই অক্টোবরেই বোল্ট জানিয়ে দিয়েছিলেন, যদি ডোপ পরীক্ষায় ধরা পড়েন কার্টার, পদক ফেরত দিতে দু’বার ভাববেন না৷ ‘যদি প্রয়োজন পড়ে পদক ফেরত দিতে দু’বার ভাবব না৷’

একটা সময় বিশ্বের অন্যতম স্পিডস্টার ছিলেন নেস্টা কার্টার৷ গতির দিক থেকে বিশ্বের ছ’নম্বর স্প্রিন্টার ৩১ বছরের জামাইকান৷ এর আগে আর কখনও ডোপ কেলেঙ্কারি ছোঁয়নি কার্টারকে৷ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বিবৃতিতে অনুযায়ী, ‘ওই অ্যাথলিট আত্মপক্ষসমর্থনে বলেছেন, ২০০৮ সালের বেজিং অলিম্পিকের আগে উনি বেশ কয়েক বার ডোপ পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্ত্ত কোনও বারই পজিটিভ আসেনি৷ যে কারণে উনি বিশ্বাসই করতে পারছিলেন না, ২০১৬ সালে কী করে তাঁর রক্ত ও মূত্রের নমুনায় মিথাইলহেক্সানিয়ামাইন পাওয়া গেল৷’

কেন ডোপ করেছিলেন কার্টার? আইওএ-র বিবৃতি অনুযায়ী, তাঁর কোচ স্টিফেন ফ্রান্সিসের পরামর্শ মতোই ওই নিষিদ্ধ ওষুধ নিয়েছিলেন জামাইকান অ্যাথলিট৷

কার্টার নন, কলঙ্কের যাবতীয় দায় গিয়ে পড়ল বোল্টের উপর৷ ডোপিং বিরোধী প্রচার চালানো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটকেই কিনা ডোপের শিকার হতে হল!

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল