অ্যাপশহর

করুণ বিদায়! অন্তিম রেস শেষই করতে পারলেন না বোল্ট

বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদ। সেরা অ্যাথলিট। তিনি এমন করুণ ভাবে বিদায় জানাবেন তাঁর পছন্দের ট্র্যাককে তা ক’ জন ভেবেছিলেন!

EiSamay.Com 13 Aug 2017, 2:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদ। সেরা অ্যাথলিট। তিনি এমন করুণ ভাবে বিদায় জানাবেন তাঁর পছন্দের ট্র্যাককে তা ক’ জন ভেবেছিলেন! নিজের ব্যক্তিগত ইভেন্টে ১০০ মিটারে ব্রোঞ্জ পেয়েছিলেন উসেইন বোল্ট। কিন্তু জীবনের অন্তিম রেস ৪০০ মিটার রিলেতে ফিনিশিং লাইন টপকানো হল না তাঁর। পেশিতে টান লাগায় ট্র্যাকের মাঝেই বসে পড়লেন বোল্ট।
EiSamay.Com usain bolt fails to finish final race of his career
করুণ বিদায়! অন্তিম রেস শেষই করতে পারলেন না বোল্ট


লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে শনিবার গভীর রাতে শেষ সোনার খোঁজে নেমেছিল টিম জামাইকা। স্টার্টিং থেকে সব ঠিকঠাকই হচ্ছিল। বাধ সাধল বিধি। ব্যাটন পাস হওয়ার পর বোল্ট দৌড় শুরু করতেই বিপত্তি। ট্র্যাকের মধ্যেই যন্ত্রণায় চিত্কার করে বাঁ পা ধরে বসে পড়েন বোল্ট। চোখের সামনে দেখেন তাঁকে টপকে একের পর এক প্রতিযোগীরা এগিয়ে যাচ্ছেন।



স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজার দর্শক একেবারে নির্বাক হয়ে পড়েন। তবে তা অবশ্য খানিক ক্ষণের জন্য। বিশেষজ্ঞদের অবাক করে আমেরিকাকেক হারিয়ে প্রথম স্থানে শেষ করে টিম ব্রিটেন। ব্যক্তিগত ১০০ মিটার ইভেন্টে সোনা জিতলেও দলগত ৪০০ মিটার রিলেতে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া জাস্টিন গ্যাটলিনকে। রেস শেষ না করতে পারলে কী হবে, গ্যাটলিনের গলাতে বোল্ট-বন্দনা। তিনি বলেন, ‘বোল্ট সেরা ছিল। ও এখনও সেরাই রয়েছে।’ তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ভাগ্যের এমন লিখন যে সেরাদের জন্যও তোলা থাকে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল