অ্যাপশহর

US ওপেনের ফাইনালে 'জোকার', স্পর্শ করলেন ফেডেরারের রেকর্ড

US ওপেনের ফাইনালে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদভের মুখোমুখি হবেন জোকোভিচ (novak djokovic)। আগামীকাল এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে। কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র এক কদম দুরে রয়েছেন তিনি।

EiSamay.Com 11 Sep 2021, 11:20 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ কি আরও একটি গ্র্যান্ড স্লাম জয় করতে পারবেন? অন্তত সেই আশাই বাঁচিয়ে রাখলেন সার্বিয়ার এই টেনিস তারকা। US ওপেনের সেমিফাইনাল ম্যাচে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেভরেভকে পরাস্ত করলেন। ম্যাচের ফলাফল ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬ এবং ৬-২।
EiSamay.Com Novak Djokovic
US ওপেনের ফাইনালে ওঠার পর জোকোভিচের উচ্ছ্বাস, ছবি সৌজন্য - টুইটার


ইতিপূর্বে টোকিয়ো অলিম্পিকে জেভরেভের কাছে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই বদলাটাই এবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে নিলেন তিনি। কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র এক কদম দুরে রয়েছেন তিনি।

ম্যাচের পর জোকোভিচ বললেন, 'আর একটা ম্যাচ বাকি রয়েছে। নিজের সব শক্তিটুকু দিয়ে লড়াই করব। শেষপর্যন্ত দেখা যাক কী হয়।'

'আমি নিজের হৃদয়, আত্মা, শরীর এবং মস্তিষ্ক একসঙ্গে কাজে লাগিয়ে ফাইনাল ম্যাচ জেতার চেষ্টা করব। শেষ ম্যাচে এটা মনে করেই আমি খেলতে নামব যে এটাই আমার কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে।'

প্রসঙ্গত, US ওপেনের ফাইনালে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদভের মুখোমুখি হবেন জোকোভিচ। আগামীকাল এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে। অপর সেমিতে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা মেদভেদভ ২১ বছর বয়সি কানাডিয়ান তারকা ফেলিক্স অগার-অ্যালিয়াসিমকে হেলায় উড়িয়ে দেন।

পাশাপাশি সুইস টেনিস কিংবদন্তী রজার ফেডেরারের একটি বিশেষ রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ। আসলে এই দুই টেনিস মহাতারকা এখনও পর্যন্ত ৩১বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পেরেছেন। আগামীকাল ফাইনাল ম্যাচের অপেক্ষায় রয়েছে গোটা টেনিস বিশ্ব।

যদি আগামীকাল ড্যানিয়েল মেদভেদভকে জোকোভিচ পরাস্ত করতে পারেন, তাহলে জোকোভিচের ঝুলিতে দুটো বিশেষ রেকর্ড সংগৃহীত হবে। ইতিপূর্বে গত ফেব্রুয়ারি মাসে তিনি অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন, জুনে ফরাসি ওপেন এবং জুলাইয়ে উইম্বলডন জয় করেছিলেন। সেই তালিকায় এবারে ২০২১ US ওপেন ট্রফিও যুক্ত হতে চলেছে। পাশাপাশি ৩৪ বছর বয়সি সার্বিয়ার এই টেনিস তারকার মুকুটে ২১তম গ্র্যান্ড স্লামের পালক যুক্ত হতে চলেছে।

সেমিফাইনাল ম্যাচের পর জোকোভিচ বললেন, 'আলেকজান্ডার একজন টেনিস চ্যাম্পিয়ন। এমন একজন খেলোয়াড় যাঁকে আমি সবসময় শ্রদ্ধা করি। সেটা কোর্টের ভিতরে হোক কিংবা বাইরে।'

তিনি আরও যোগ করেন, 'আজ কোর্টে নামার আগেই আমি জানতাম যে লড়াইটা যথেষ্ট কঠিন হতে চলেছে। আশা করছি, আমরা দুজনেই এই ম্যাচে প্রাণ সঞ্চার করতে পেরেছি।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল