অ্যাপশহর

জানেন কি, রাজহাঁসের বাঁ-ডানার পালক থেকে তৈরি হয় বিশ্বের সেরা শাটলকক!

শুধুমাত্র শাটলককের প্রয়োজনেই এক বিশেষ প্রজাতির রাজহাঁস চাষ করা হয়। এর জন্য কোনও পাখিকে মারা হয় না।

EiSamay.Com 21 Aug 2016, 8:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সৃষ্টি বড়ই অদ্ভূত। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যা সম্পর্কে ন্যূনতম কোনও ধারণাই আমাদের নেই। 'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া' কত সৃষ্টি, ঘটনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তা অনেক সময়ই আমাদের গোচরে আসে না। এমনই বহু অজানা-অচেনার খোঁজে আমাদের এই যাত্রা। এই সফরে প্রতি রবিবার আমরা ধারাবাহিক ভাবে এমন কিছু তথ্য তুলে ধরি, যা শুনে তাজ্জব হতে হয়।
EiSamay.Com top grade shuttlecocks are made from left wing of the goose only
জানেন কি, রাজহাঁসের বাঁ-ডানার পালক থেকে তৈরি হয় বিশ্বের সেরা শাটলকক!


রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপোর পদক জিতে সাড়া ফেলে দিয়েছেন পি ভি সিন্ধু। তাঁর জন্য গর্বিত আপামর ভারতবাসী। এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে জেনে নেওয়া যাক ব্যাডমিন্টনে ব্যবহৃত শাটলকক সম্পর্কে কয়েকটি চমকে দেওয়ার মতো তথ্য।

১) শাটলককের আরেক নাম 'বার্ডি'। মনে করা হয়, দীর্ঘক্ষণ হাওয়ায় ভেসে থাকার কারণে পাখির সঙ্গে তার মিল খুঁজেই এই নামকরণ।

২) একটি আদর্শ শাটলককের ওজন হয় ৪.৭৫ গ্রাম থেকে ৫.৫০ গ্রাম। ৭০ মিলিমিটার লম্বা ১৬টি পালক এবং ২৫ থেকে ২৮ মিলিমিটার ব্যাসযুক্ত কর্ক দিয়ে তৈরি হয় শাটলকক। কর্কের মধ্যে গাঁথা গোলাকার পালকগুচ্ছ কৌণিক আকার ধারণ করে। এই গোলকের পরিসীমা হওয়া উচিত ৫৪ মিলিমিটার।

৩) মূলত দুই প্রজাতির পাখির পালক থেকে শাটলকক প্রস্তুত হয়। হাঁসের পালক দিয়ে তৈরি শাটলককের দাম কম। র‌্যাকেট দিয়ে আঘাত করলে শক্ত, টান টান ভাব অনুভূত হয়। অন্যদিকে, রাজহাঁসের পালক দিয়ে তৈরি শাটলককে র‌্যাকেট চালালে তুলনায় নমনীয় স্পর্শ পাওয়া যায়। এই ধরণের শাটলককের আয়ু হাঁসের পালকের তৈরি শাটলককের চেয়ে বেশি হয়।

৪) সেরা মানের শাটলকক তৈরির জন্য রাজহাঁসের বাঁ ডানার আগার দিকের পালক ব্যবহার করা হয়। শুধুমাত্র শাটলককের প্রয়োজনেই এক বিশেষ প্রজাতির রাজহাঁস চাষ করা হয়। পালক সংগ্রহের জন্য কোনও পাখিকে মারা হয় না। ডানা থেকে পালক তুলে ফেলার কিছু দিন পরে তা আবার গজায়।

৫) র‌্যাকেট স্পোর্টসের মধ্যে বিশ্বের দ্রুততম ব্যাডমিন্টন। র‌্যাকেটের আঘাতে শাটলকক ঘণ্টায় ৩৩২ কিমি বেগে উড়ে যাওয়ার রেকর্ড রয়েছে বলে দাবি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, স্ম্যাশ করা শাটলককের গতি ঘণ্টায় ২৬১ কিমি পর্যন্ত নথিভুক্ত হয়েছে। তুলনায় স্কোয়াশে র‌্যাকেটের আঘাতে বলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৪৩ কিমি এবং টেনিসে তা ঘণ্টায় ২২২ কিমি পর্যন্ত দেখা গিয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল