অ্যাপশহর

পিংলা থেকে অলিম্পিকের কঠিন রাস্তায় প্রণতি নায়েক

গত ১৮ বছর ধরে মিনারা বেগমের কাছে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ গ্রহণ করছেন প্রণতি। তবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) থেকে মিনারা বেগম অবসর গ্রহণ করার পর, বর্তমানে লখন শর্মার কাছে অনুশীলন করেন এই ভারতীয় জিমন্যাস্ট।

EiSamay.Com 29 Jun 2021, 3:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিও অলিম্পিকে সুযোগ পেয়েছেন বাংলার প্রণতি নায়েক। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট ভারতের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে নাম লেখালেন। ২০১৯ সালে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পর তিনি নিজের জন্য অলিম্পিকের জায়গা পাকা করে ফেলেন।
টোকিও অলিম্পিকে সুযোগ বাংলার প্রণতির



জেনে নিন, প্রণতি সম্পর্কে এই ১০টি তথ্য যা আপনি আগে কখনও শোনেননি :

  • কোথায় থাকেন প্রণতি ?
- প্রণতি নায়েক পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাসিন্দা।

  • কত বছর বয়স প্রণতি নায়েকের?
- ১৯৯৫ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন প্রণতি। বর্তমানে তিনি ২৬ বছর বয়সে পা রেখেছেন।

  • কীভাবে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন প্রণতি?
- মহিলাদের অল-অ্যারাউন্ড ইভেন্টে যোগ্যতা অর্জন করার পরেই টোকিও অলিম্পিকের ছাড়পত্র পান প্রণতি নায়েক।

  • এই প্রথমবার অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন প্রণতি?
- হ্যাঁ, এই প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে চলেছেন প্রণতি নায়েক। জাপানের টোকিও শহরে এই বছর অলিম্পিকের আসর বসতে চলেছে।

  • কার কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন প্রণতি?
- গত ১৮ বছর ধরে মিনারা বেগমের কাছে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ গ্রহণ করছেন প্রণতি। তবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) থেকে মিনারা বেগম অবসর গ্রহণ করার পর, বর্তমানে লখন শর্মার কাছে অনুশীলন করেন এই ভারতীয় জিমন্যাস্ট।

  • কীভাবে প্রণতি টোকিও অলিম্পিকের টিকিট কনফার্ম করলেন?
- ২৬ বছর বয়সি বাংলার এই অ্যাথলিট ২০১৯ সালে উলানবাটারে আয়োজিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। করোনা অতিমারির কারণে সাম্প্রতিকতম বাতিল হয়ে যায় সাম্প্রতিকতম এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আর সেই কারণেই ২০১৯ সালের ফলাফল বিচার করে তিনি এশিয়ান কোটায় অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন।

  • কবে থেকে জিমন্যাস্টিক্সে আগ্রহ বাড়ল ঝাড়গ্রামের এই অ্যাথলিটের?
- মাত্র ৯ বছর বয়সে এই খেলায় আগ্রহ বাড়তে থাকে প্রণতি নায়েকের।

  • দীপা কর্মকারের সঙ্গে কি নিয়মিত যোগাযোগ রাখেন প্রণতি নায়েক?
- হ্যাঁ, দীপা কর্মকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন প্রণতি নায়েক। ২০১৬ সালে রিও অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন দীপা কর্মকার। এমনকী প্রণতি এও জানিয়েছেন যে দীপা কর্মকারের থেকে তিনি নিয়মিত পরামর্শ গ্রহণ করেন।

  • কীভাবে প্রণতি নায়েক নিজেকে টোকিয়ো অলিম্পিকের জন্য প্রস্তুত করছেন?
- স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রণতিকে বিশেষ অনুমতি দেয় যে তাঁদের সরঞ্জাম নিয়ে প্রণতি অনুশীলন করতে পারবেন। পাশাপাশি SAI-এর পক্ষ থেকে তাঁকে সবথেকে বেশি সাহায্য করা হয়। মাসাজ, ফিজিওথেরাপি থেকে কোচ সবই তাঁকে দেওয়া হয়েছে।

  • প্রণতি নায়েকের প্রিয় জিমন্যাস্টিক্স কোনটা?
- ভল্ট, প্রণতি নায়েকের প্রিয় জিমন্যাস্টিক্স।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল