অ্যাপশহর

কলকাতায় বলা হয়েছিল 'চাইনিজ', ভারতে বর্ণবৈষম্য নিয়ে সরব সোমদেব

'আট বছর বয়সে ত্রিপুরা ছেড়ে গুয়াহাটি চলে আসি। তারপরে চেন্নাই। আমার চেহারার মধ্যে উত্তর-পূর্ব ভারতের ছাপ থাকায় 'বাহাদুর' ডাক শুনেছি। এগুলো কি বর্ণবিদ্বেষী মন্তব্য নয়? চেন্নাই চলে আসার পরে এ সব শুনতে হয়নি ঠিকই। কিন্তু সেখানকার লোক আমার চেহারা নিয়ে মস্করা করেছেন প্রচুর। এখন মনে হচ্ছে, আমাদের বেড়ে ওঠা, রেসিস্ট সোসাইটির মধ্যে দিয়ে।

Ei Samay 13 Jul 2020, 12:53 pm
এই সময়: ছোটবেলায় তাঁকে ডাকা হত 'বাহাদুর' নামে। চেন্নাইয়ে চলে আসার পরেও সেই কটাক্ষ থেমে গেলেও মজা করতে ছাড়তে না কেউই। চাইনিজ ডাক তিনি শুনেছেন খোদ কলকাতায়।
EiSamay.Com Tennis star Somdev Devvarman
ভারতে বর্ণবৈষম্য নিয়ে সরব সোমদেব


এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন টেনিস তারকা সোমদেব দেববর্মণ তোপ দেগেছেন দেশের মধ্যে বর্ণবৈষম্য নিয়ে,যা ঘটে চলেছে সকলের অজান্তে।

নিজের প্রসঙ্গে সোমদেবের মন্তব্য, 'আট বছর বয়সে ত্রিপুরা ছেড়ে গুয়াহাটি চলে আসি। তারপরে চেন্নাই। আমার চেহারার মধ্যে উত্তর-পূর্ব ভারতের ছাপ থাকায় 'বাহাদুর' ডাক শুনেছি। এগুলো কি বর্ণবিদ্বেষী মন্তব্য নয়? চেন্নাই চলে আসার পরে এ সব শুনতে হয়নি ঠিকই। কিন্তু সেখানকার লোক আমার চেহারা নিয়ে মস্করা করেছেন প্রচুর। এখন মনে হচ্ছে, আমাদের বেড়ে ওঠা, রেসিস্ট সোসাইটির মধ্যে দিয়ে। গত ডিসেম্বরে কলকাতায় গিয়েছিলাম। প্রদর্শনী ম্যাচের পরে কুল ডাউন করছিলাম। হঠাৎ শুনি কয়েকটি বাচ্চা চাইনিজ বলে ডাকছে। স্ত্রী ছিলেন আমার ধারে-কাছেই। তিনিও শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সে বাচ্চাগুলোর কাছে যেতে চাইছিল, বোঝানোর জন্য। কিন্তু ওদের সঙ্গে আমি বল নিয়ে খেলা শুরু করে দিলাম। বুঝতে পারলাম, স্রেফ মজার করার জন্য বলেছে। কিন্তু যা বলার বলে দিয়েছে, যার মমার্থ, আমাদের সমাজ থেকে তুমি আলাদা।'

বিশ্বে যখন ব্ল্যাকলাইভসম্যাটারস ঘটনা প্রসঙ্গে কমনওয়েলথ গেমসের সোনাজয়ীর মন্তব্য, 'জর্জ ফ্লয়েডের ঘটনা আমেরিকাতে ঘটেছে। সত্যি তা দুঃখজনক। কিন্তু আমাদের দেশের ঘটে যাওয়া ঘটনা কেন প্রকাশ্যে আসবে না? কেন তা নিয়ে প্রতিবাদ হবে না?' তাঁর সংযোজন, 'দিন কয়েক আগে আমার টুইট ছিল পুলিশের হাতে নিগ্রহের ঘটনা নিয়ে। একটি ঘটনাও একেবারে সাদামাঠা নয়। পিছনে গভীর উদ্দেশ্যে রয়েছে। জাতীয় সঙ্গীতে গলা না মেলানোয় নয়াদিল্লিতে পুলিশের মারের ঘটনা এখনও টাটকা। কিন্তু অনেকেই ভুলে গিয়েছি।'

কোনও

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল