অ্যাপশহর

হকিতে এশীয় সেরা সুনীল

এশিয়ার 'প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হলেন ভারতের জাতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য এসভি সুনীল। ২০১৬ সালের সেরা খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার সুনীলের নাম ঘোষণা করে এশিয়ান হকি ফেডারেশন।

EiSamay.Com 30 Mar 2017, 11:59 pm
EiSamay.Com sunil named asias best
হকিতে এশীয় সেরা সুনীল
এই সময় ডিজিটাল ডেস্ক: এশিয়ার 'প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হলেন ভারতের জাতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য এসভি সুনীল। ২০১৬ সালের সেরা খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার সুনীলের নাম ঘোষণা করে এশিয়ান হকি ফেডারেশন। একই সঙ্গে প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে ভারতেরই হরমনপ্রীত সিংয়ের নাম ঘোষণা করা হয়।

পুরুষদের জুনিয়র ক্যাটেগরিতে বছরের সেরা প্রতিশ্রুতিমান এশীয় খেলোয়াড় হয়েছেন হরমনপ্রীতক। এসভি সুনীল অবশ্য সিনিয়র ক্যাটেগরিতে সেরা হয়েছেন।



গোটা বছরের পারফরম্যান্স ছাড়াও এশিয়ার বিভিন্ন জাতীয় দলের কোচের ভোটাভুটির ভিত্তিতে সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়।

সুনীল গত কয়েক বছর ধরেই ভারতের জাতীয় হকি দলের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলে যাচ্ছেন। গত বছর চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের দুর্দান্ত সাফল্যের পিছনেও সুনীলের বড় অবদান রয়েছে। এই সম্মানের কৃতিত্ব গোটা টিমকে দিলেন সুনীল। তাঁর প্রতিক্রিয়া, সতীর্থদের সহযোগিতা ছাড়া এই পুরস্কার আমার একার পক্ষে সম্ভব ছিল না। এটা টিম ওয়ার্কের ফসল।

অন্যদিকে হরমনপ্রীত সিংয়েরও গতবছরটি ভালো গিয়েছে। গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ জেতে ভারতের জুনিয়র হকি টিম। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরমনপ্রীত। দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখএ ২০১৬-র অলিম্পিক ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়র দলে নেওয়া হয়েছিল হরমনপ্রীতকে।

এই সম্মানে আপ্লুত হরমনপ্রীত বলেন, এ ধরনের পুরস্কার তরুণ খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে প্রেরণা জোগাবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল