অ্যাপশহর

করোনামুক্ত বয়েও হতাশা যেন কাটছে না শিবশঙ্করের

রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে বসে এ দিন এসএসপি বলছিলেন, 'করোনা আমার হয় তো ধরাই পড়ত না, আমি যদি ইংল্যান্ডে খেলতে যাওয়ার পরিকল্পনা না করতাম। বার্মিংহ্যাম উড়ে যাওয়ার আগে নিয়ম মেনে টেস্ট করতেই আমার পজিটিভ হয়।'করোনাকে জয় করার পর এখন বেশি করে টুর্নামেন্ট খেলে টোকিও অলিম্পিকের টিকিট পাওয়াই লক্ষ্য এসএসপির।

EiSamay 27 Aug 2020, 11:19 am
এই সময়: করোনামুক্ত হয়েই শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ার চোখ অলিম্পিকের টিকিট আদায়ের।
EiSamay.Com SSP Chawrasia
এস এস পি চৌরাশিয়া


কলকাতার অলিম্পিয়ান গল্ফার এসএসপি-র করোনা পরীক্ষা হয়েছিল ৩০ জুলাই। ৩১ জুলাই তার ফল পজিটিভ হয়। কোনও উপসর্গ না থাকায় তিনি তাঁর কালিকাপুরের আবাসনেই হোম কোয়ারান্টিনে ছিলেন। দশ দিনের মধ্যেই তাঁর ফের করোনা পরীক্ষা হয়। তাতে ফল নেগেটিভ আসে। স্ত্রী সীমন্তিনী তাঁর সঙ্গে থাকলেও পুরোপুরি সুস্থই ছিলেন। তিন সপ্তাহ বাড়িতে কাটিয়ে বুধবার থেকেই এসএসপি প্র্যাক্টিসে ফিরলেন।

রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে বসে এ দিন এসএসপি বলছিলেন, 'করোনা আমার হয় তো ধরাই পড়ত না, আমি যদি ইংল্যান্ডে খেলতে যাওয়ার পরিকল্পনা না করতাম। বার্মিংহ্যাম উড়ে যাওয়ার আগে নিয়ম মেনে টেস্ট করতেই আমার পজিটিভ হয়।' করোনা ধরা পড়াতে কতটা ভয় পেয়েছিলেন? শিবের জবাব, 'আমার কোনও উপসর্গ ছিল না। তাই ভয় পাইনি। কিন্তু হতাশ হয়েছিলাম ইউরোপ ট্যুরটা পুরো ভেস্তে যাওয়ায়। বিমান টিকিট থেকে হোটেল বুকিং সব হয়ে গিয়েছিল।' করোনা মুক্ত হয়েও অবশ্য বেশ সতর্ক শিব। বলছিলেন, 'উপসর্গ না থাকলেও বেশ দুর্বল হয়ে গিয়েছি। ডাক্তাররা বাড়তি পরিশ্রম ও চাপ নিতে বারণ করেছেন। তাই হাল্কা প্র্যাক্টিস করছি। এখনই তাড়াহুড়ো করে কোনও টুর্নামেন্টে খেলব না। ইচ্ছে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে আয়ার্ল্যান্ডে গিয়ে খেলা।' সঙ্গে জোড়েন, 'বেশি করে টুর্নামেন্ট খেলে এখন আমাকে টোকিও অলিম্পিকের টিকিট পেতে হবে। ইউরোপ, আমেরিকায় কিন্তু এখন দাপিয়ে খেলছে শুভঙ্কর শর্মা, অনির্বাণ লাহিড়িরা।

করোনাকে জয় করার পর এখন বেশি করে টুর্নামেন্ট খেলে টোকিও অলিম্পিকের টিকিট পাওয়াই লক্ষ্য এসএসপির।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল