অ্যাপশহর

যুগ্মভাবে রাজীব খেলরত্ন পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝরিয়া এবং সর্দার সিং

প্রত্যাশা মতো এ বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন পাচ্ছেন প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝরিয়া এবং ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক মিডফিল্ডার সর্দার সিং।

EiSamay.Com 22 Aug 2017, 4:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতো এ বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন পাচ্ছেন প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝরিয়া এবং ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক মিডফিল্ডার সর্দার সিং। প্রাক্তন অলিম্পিয়ান, অর্জুন পুরস্কার প্রাপক, দ্রোণাচার্য এবং ধ্যান চাঁদ পুরস্কার প্রাপকদের নিয়ে তৈরি নির্বাচক কমিটির প্রথম পছন্দ অবশ্য ছিলেন দেবেন্দ্র। তবে কমিটি যুগ্মভাবে এই পুরস্কার সর্দার এবং দেবেন্দ্র-কে দেওয়ার কথা ক্রীড়া দপ্তরকে সুপারিশ করে।
EiSamay.Com sports ministry announces khel ratna dronacharya arjuna and dhyan chand awards for 2017
যুগ্মভাবে রাজীব খেলরত্ন পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝরিয়া এবং সর্দার সিং


দেবেন্দ্র ঝাঝরিয়া দেশের প্রথম প্যারা-অ্যাথলিট যিনি অলিম্পিকে ২টি স্বর্ণপদক জেতেন। অন্য দিকে, পদ্মশ্রী বিজেতা সর্দার সিং এশিয়ান গেমস এবং কমনওয়েল্থ গেমসে দেশের হয়ে পদক জেতেন। ২০১০, ২০১১ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ঘোষিত অল-স্টার দলে ২ বছর জায়গা পান তিনি।

রাজীব খেলরত্ন ছাড়া দ্রোণাচার্য পুরস্কার এবং অর্জুন পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে। অর্জন প্রাপকদের মধ্যে এ বছর রয়েছেন ক্রিকেটার হরমনপ্রীত সিং, চেতেশ্বর পূজারা, প্যারা-অ্যাথলিট মারিয়াপ্পান, বরুণ সিং ভাটি এবং হকি খেলোয়াড় এস ভি সুনীল। লাইফ টাইম অবদানের জন্য ধ্যান চাঁদ পুরস্কার পাচ্ছেন ভুপিন্দর সিং (অ্যাথলিট), সৈয়দ শাহিদ হাকিম (ফুটবল) এবং সুমারাই তেতে (হকি)। আগামী ২৯ অগস্ট রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল