অ্যাপশহর

দৃঢপ্রতিজ্ঞ রাঠোর, খোলনলচে বদলাবে SAI-এর

অলিম্পিকে রুপোজয়ী রাঠোরকে নিয়ে প্রত্যাশাও অনেক

EiSamay.Com 23 Oct 2017, 4:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘ক্রীড়াবিদরাই হলেন VIP। আর কেউ নয়’, ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই একথা বলেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। এবার ফের একবার একই ইঙ্গিত দিলেন তিনি। একের পর এক ট্যুইটে বুঝিয়ে দিলেন, ক্রীড়া মন্ত্রকে আমলাতন্ত্র নয়, গুরুত্ব পাবে ‘ক্রীড়াবিদদের সম্মান’।
EiSamay.Com sports minister rathore hints at dramatic revamp in sai
দৃঢপ্রতিজ্ঞ রাঠোর, খোলনলচে বদলাবে SAI-এর


বিজয় গোয়েলের থেকে মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর পরই না জানিয়ে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে SAI-এর অফিসে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাঠোর। চমকে দিয়েছিলেন SAI কর্তাদের। ঘুরে দেখেছিলেন স্টেডিয়ামের সব রুম। এমনকী ক্যান্টিনও।

আরও পড়ুন: লক্ষ্য অলিম্পিক, সাফল্যের নিশানায় কেন্দ্রের বিশেষ টাস্কফোর্স

SAI-এর হেডঅফিস থেকেই সংবাদমাধ্যমের সামনে, দেশের ক্রীড়া উন্নয়নে বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসার ‘আহ্বান’ জানান তিনি। SAI-এর তত্ত্বাবধানে থাকা রাজধানীর সেরা ৫টি স্টেডিয়ামের বেসরকারিকরণে যে কেন্দ্রের আপত্তি নেই, তাও বুঝিয়ে দিয়েছিলেন রাঠোর।
The ‘authority’ in ‘Sports Authority of India’has no place in sports today, to deliver better service @IndiaSports & @Media_SAI will shapeup — Rajyavardhan Rathore (@Ra_THORe) October 22, 2017
It concerns us when our sporting icons struggle for basic needs past their prime. Help @IndiaSports help athletes, write us what you think — Rajyavardhan Rathore (@Ra_THORe) October 22, 2017
Our mantra is ‘Sammaan aur Suvidha’ where Sportsperson,Coaches & Fans are at the top of the table.Actions of sports bodies must reflect this — Rajyavardhan Rathore (@Ra_THORe) October 22,2017 রবিবার একের পর এক ট্যুইটে ক্রীড়া মন্ত্রক ও ক্রীড়া সংস্থাগুলিতে বড়সড় পরিবর্তনের কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা SAI-এর নামে ‘অথরিটি’ শব্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন করেন রাঠোর। ক্রীড়া সংস্থাগুলির কাজে ক্রীড়াবিদদের জন্য ‘সম্মান ও সুবিধা’ নীতির প্রতিফলন বাধ্যতামূলক বলেও স্পষ্ট করে দেন তিনি।

আরও পড়ুন: অ্যাথলেটদের দুর্দশা! হেল্পলাইন চান বিন্দ্রা

প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে SAI-এর নামে কোনও পরিবর্তন হয়নি। ক্রীড়াবিদ হিসেবে দেশের প্রথম ক্রীড়ামন্ত্রী রাঠোর সেই পরিবর্তন আনতে বদ্ধপরিকর। টোকিও অলিম্পিককে লক্ষ্য করে ইতিমধ্যেই ক্রীড়াবিদদের মাসিক বৃত্তির ব্যবস্থা করেছেন ক্রীড়ামন্ত্রী। চলতি মাসেই বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে সোনা সহ পদক জেতা ভারতীয় দলের সঙ্গে দেখা করেন ক্রীড়ামন্ত্রী। কথা বলেন টিমের সদস্য ও কোচের সঙ্গেও। খোঁজ নেন, তাঁদের অসুবিধার বিষয়ে।

আরও পড়ুন: দেশের সেরা অ্যাথলিটরা এবার পাবেন মাসে ₹৫০,০০০ বৃত্তি

স্বাধীনতা পরবর্তী সময়ে রাজ্যবর্ধন রাঠোরের হাত ধরেই প্রথম ব্যক্তিগত অলিম্পিক রুপো এসেছিল দেশে। ২০০৪ সালে শুটিংয়ে রুপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। এমন একজন ব্যক্তির কাঁধে ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব থাকায়, প্রত্যশাও অত্যাধিক বেশি।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল