অ্যাপশহর

বক্সিংয়ে নতুন তারা সোনিয়া, বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো

AIBA উওমেন'স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে নেমেছিলেন হরিয়ানার বক্সার সোনিয়া লাথেল। এদিন অ্যালেসিয়ার কাছে ১-২-এ হারলেও, খালি হাতে তিনি ফিরছেন না।

EiSamay.Com 27 May 2016, 8:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইতালীয় বক্সার অ্যালেসিয়া মেসিয়ানোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না! শুক্রবার কাজাখিস্তানে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতালির এই বক্সারের কাছে পরাস্ত হলেন ভারতীয় বক্সার সোনিয়া লাথেল। তবে, হারলেও ভারতের জন্য রুপোর পদক নিশ্চিত করেছেন সোনিয়া।
EiSamay.Com sonia lather does nation proud by winning silver at world boxing championships
বক্সিংয়ে নতুন তারা সোনিয়া, বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো


AIBA উওমেন'স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে নেমেছিলেন হরিয়ানার বক্সার সোনিয়া লাথেল। এদিন অ্যালেসিয়ার কাছে ১-২-এ হারলেও, খালি হাতে তিনি ফিরছেন না।

অ্যালেসিয়া আগেরবারের ব্রোঞ্জপদক জয়ী। তাঁর সঙ্গে এদিন শুরুটা ভালোই করেছিলেন হরিয়ানার বছর চব্বিশের বক্সার সোনিয়া লাথেল। আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন। কিন্তু, পরের তিন রাউন্ডে পালটা অ্যাটাকে গিয়ে সোনা নিশ্চিত করে নেন ইতালীয় বক্সার।

সোনিয়া এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত শেষ সোনা পেয়েছিল ২০১০ সালে। ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মেরি কম।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল