অ্যাপশহর

নিজে নেননি টিকা, কোভিড ড্রাগ প্রস্তুতকারক সংস্থায় টাকা ঢাললেন জোকোভিচ!

নয়া প্রযুক্তির সাহায্যে কীভাবে কোভিড (Covid-19 vaccine) আক্রান্তদের সারিয়ে তোলা যায়, সেইদিকেই নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার ট্রায়ালও তাঁরা করেছেন।

Lipi 20 Jan 2022, 12:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা টিকা না নিয়ে বিপাকে পড়েন নোভাক জোকোভিচ। মামলার জল গড়িয়ে যায় আদালতে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি পাননি সার্বিয়ান টেনিস তারকা। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, যে জোকার করোনা প্রতিষেধক টিকা এখনও গ্রহণ করেননি, সেই তিনিই কোভিড টিকা তৈরীর সংস্থার সঙ্গে যুক্ত।
EiSamay.Com Djokovic main
সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ, ছবি সৌজন্য - Twiiter/Novak Djokovic


এক বেসরকারি সংস্থার CEO দাবি করেন, কোভিড প্রতিষেধক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা QuantBioRes-র ৮০ শতাংশ মালিকানা জোকোভিচের হাতে রয়েছে। ডেনমার্কের ওই সংস্থার CEO ইভান লনকারেভি জানিয়েছেন, ২০২০ সালের জুন মাসে সেই সংস্থায় বিনিয়োগ করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অবশ্য তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন সে কথা জানাননি ইভান। ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়াতে সংস্থার ১১ জন বিজ্ঞানী করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। নয়া প্রযুক্তির সাহায্যে কীভাবে কোভিড আক্রান্তদের সারিয়ে তোলা যায়, সেইদিকেই নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার ট্রায়ালও তাঁরা করেছেন।

যদিও জোকোভিচ এই বিষয়ে এখনই কথা বলতে চান না। তিনি আপাতত বিশ্রামে থাকতে চান। করোনার টিকা না নিয়ে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এরপরেই অস্ট্রেলিয়া সরকার তাঁর ভিসা বাতিল করে। দু'বার কোর্টে গিয়েও লাভের লাভ কিছু হয়নি। করোনা আতঙ্কের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ায়, সব প্রতিযোগীর টিকা নেওয়া বাধ্যতামূলক তা আগেই জানিয়ে দিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আয়োজকদের নিয়ম অনুসারে দু'বার টিকা নেওয়া ছাড়াও, চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার। তবে জোকোভিচ ভ্যাকসিনই নেননি।

অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সব সম্ভাবনাই শেষ হয়ে যায়। পাশাপাশি এই ঘটনার জেরে জোকারকে অস্ট্রেলিয়া ৩ বছরের জন্য ব্যান করে। অর্থাৎ, আইনত আগামী তিন বছর দেশে ঢুকতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে টেনিস মহলে প্রশ্ন উঠতে শুরু হয়ে যায় যে, চলতি বছরে অস্ট্রেলিয় ওপেনে না খেলতে পারলেও আগামী দুই বছর কি করে এই টুর্নামেন্টে অংশগ্রহন করবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন চলতি বছরে জোকারকে না খেলতে দিলেও আগামী বছরে তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জানিয়েছেন, জনস্বার্থের কারণেই জোকোভিচকে খেলতে দেওয়া হয়নি। কারণ টিকা ছাড়া জোকোভিচকে খেলার অনুমতি দিলে সেটা দেশের জনগণের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল