অ্যাপশহর

অশ্লীল মন্তব্যেও পার, রিও-তে দেশের দূত হিসেবে ভাইজানেই ছাড়

রিল লাইফ এই হিরো বাস্তবে নানা কারণে নানা মহলে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হলেও, তিনিই ভারতের মুখ।

EiSamay.Com 29 Jun 2016, 5:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রিল লাইফ এই হিরো বাস্তবে নানা কারণে নানা মহলে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হলেও, তিনিই ভারতের মুখ। মিলখা সিং-সহ দেশের মুখ উজ্জ্বল করা বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্বের হাজারো বিরোধিতা সত্ত্বেও তিনিই রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসেডর। এই মুহূর্তে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য যিনি প্রায় রোজই খবরের শিরোনামে। সমালোচনা বা নিন্দা কোনওটাই কেড়ে নিতে পারল না তাঁর এই বিরল সম্মান। সলমন খান।
EiSamay.Com salman khan to continue as the goodwill ambassador of rio olympics india contingent
অশ্লীল মন্তব্যেও পার, রিও-তে দেশের দূত হিসেবে ভাইজানেই ছাড়


তাঁর বিরুদ্ধে পথচারীকে পিষে দেওয়ার অভিযোগ রয়েছে। বম্বে হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করে দিলেও, সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন। এখানেই শেষ নয়। মামলা চলছে কৃষ্ণসার হরিণ হত্যা ও বেআইনি অস্ত্র রাখার ঘটনাতেও। এতকিছুর পরেও তাঁকেই রিও অলিম্পিকে ভারতের অ্যাম্বাসেডর নির্বাচিত করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আপকামিং ফিল্ম সুলতানে রেসলারের চরিত্রে অভিনয় করার জন্যই কেন তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্ব। অনেকের প্রশ্ন ছিল, 'ক্রীড়াবিদ কি কম পড়িয়াছে?' তবে, সমালোচনা, নিন্দা-মন্দ যাই হোক, সিদ্ধান্তে কোনও বদল হয়নি। অথচ নিদেনপক্ষে কোনও অভিনেতাকেই যদি এই পদ দেওয়া হবে বলে স্থির করা হয়, তবে ভাবা যেত আমির খানের নামও। তবে, একইসময় 'দঙ্গল'-এ রেসলার চরিত্রে অভিনয় করেও শিকে ছেঁড়েনি আমির খানের। যাঁর এর আগেও খেলা সংক্রান্ত সুপার-ডুপার হিট ফিল্ম লগানেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে।

সেই 'সুলতান' ফিল্মেই কঠিন কসরত্‍‌কে ধর্ষণের সঙ্গে তুলনা করে নতুন করে 'খলনায়ক'-এর ভূমিকায় বজরঙ্গি ভাইজান। অনেকেরই অভিযোগ, নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে প্রকৃত ধর্ষিতাদের জীবনের পৈশাচিক অত্যাচারের স্মৃতিকে উসকে দিয়েছেন তিনি। সলমনকে নোটিশও পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। যিনি অলিম্পিকে ভারতের মুখ, তাঁর মুখে এমন কথা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের। অনেকেই সলমনের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে তাঁকে রিও অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসেডরের পদ থেকে সরানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন বলে খবর রটে। তবে, সে খবরের যে কোনও সত্যতা নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন IOA-র কর্তারা। সূত্রের খবর, তাঁরা অভিনেতার পাশেই দাঁড়িয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, সলমনই থাকছেন রিও অলিম্পিকে ভারতের মুখ।

দ্রষ্টব্য: নেতিবাচক ইমেজের জন্যই আমির খানকে 'মেক ইন ইন্ডিয়া'-র অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল সরকার। তাহলে এ ক্ষেত্রে...

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল