অ্যাপশহর

'প্লেয়ারদের নিরাপত্তার কথা ওরা ভাবেনি', ক্ষোভ সাইনার

এরই মধ্যে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা ১২ এপ্রিল পর্যন্ত সব মিট স্থগিত রেখেছে। আর অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য মিটের শেষ সময়সীমা ৩০ এপ্রিল। ফলে ব্যাপক চাপে এখন সাইনার মতো শাটলাররা।

EiSamay.Com 19 Mar 2020, 2:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ করা নিয়ে ইংল্যান্ডের কর্মকর্তাদের এক হাত নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা নেহওয়াল। তাঁর অভিযোগ, মুনাফার জন্যই এই টুর্নামেন্ট করা হয়েছে। প্লেয়ারদের স্বাস্থ্য সেখানে অগ্রাধিকার পায়নি।
EiSamay.Com Saina nehwal vents her anger on the organisers of all England championship
সাইনা নেহওয়াল


করোনাভাইরাসের জেরে বিশ্ব জুড়ে বাতিল কিংবা স্থগিত একগুচ্ছ স্পোর্টস ইভেন্ট। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি এ-সব টুর্নামেন্টই আপাতত স্থগিত। এমনকী উয়েফা জানিয়ে দিয়েছে, চলতি বছর বসছে না ইউরো কাপের আসর। ভারতের ছবিও একইরকম। পিছিয়ে গিয়েছে আইপিএল। আপাতত বন্ধ সমস্ত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। স্থগিত দিল্লিতে আয়োজিত হতে চলা শুটিং বিশ্বকাপও। এই আবহে গত সপ্তাহে অল ইংল্যান্ড টুর্নামেন্ট করাকে সাইনা বলছেন, মুনাফার লোভই সেখানে বড় হয়ে দেখা দিয়েছে, প্লেয়ারদের স্বাস্থ্যের থেকে। আয়োজকদের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় শাটলার।

সাইনা লেখেন, 'আমার মনে হয়, আয়োজকদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা এবং অনুভূতির কোনও মূল্য নেই। শুধুমাত্র আর্থিক দিকটাই বেশি গুরুত্ব পেয়েছে তাঁদের কাছে। গত সপ্তাহে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ছাড়া আর কোনও কারণ নেই।'

ক্ষুব্ধ সাইনার স্বামী তথা ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপও। তিনি জানান, অল ইংল্যান্ড ওপেনের জন্য খেলোয়াড়দের উপর প্রচুর চাপ ছিল। অনুশীলন চালিয়ে যেতে হয়েছে। অথচ করোনার প্রকোপে বিদেশ যাত্রার উপরও বাধা নিষেধ জারি হয়েছিল। এমন সময় কীভাবে টুর্নামেন্ট চলল, তা বুঝতেই পারছেন না তিনি। তাঁর টুইট, 'আমিও বুঝতে পারছি না, কী ভাবে এটা হল। কী ভাবে আমাদের উপর চাপ তৈরি করা হয়েছিল ওখানে খেলার জন্য।' সাইনা-কাশ্যপ সমর্থন পেয়েছেন আর এক ব্যাডমিন্টন তারকা অশ্বিনী পোনাপ্পার কাছ থেকেও। যিনি লিখেছেন, 'সত্যিই তাই। খুব চিন্তার বিষয় এটা।'

অল ইংল্যান্ডে এ বার ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন আর মেয়েদের সিঙ্গলসে খেতাব ধরে রাখেন তাইওয়ানের তাই ঝু ইং। প্রথম রাউন্ডেই সাইনা ছিটকে যান। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য খেলতে হত সাইনাকে। এমনিতেই এ বার সাইনার অলিম্পিক যাওয়ার স্বপ্ন প্রায় শেষ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল