অ্যাপশহর

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা

অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহাওয়াল। ৭২ মিনিটের টানটান লড়াইয়ের পর ১১-২১, ২১-১৪, ২১-১৯ সেটে প্রতিদ্বন্দ্বী চিনের সান ইউকে হারালেন হায়দরাবাদী তরুণী।

EiSamay.Com 24 Dec 2016, 6:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহাওয়াল। ৭২ মিনিটের টানটান লড়াইয়ের পর ১১-২১, ২১-১৪, ২১-১৯ সেটে প্রতিদ্বন্দ্বী চিনের সান ইউকে হারালেন হায়দরাবাদী তরুণী। সিডনি স্পোর্টস সেন্টারে বিশ্বের আট নম্বর স্থানে থাকা সান ইউকে হারিয়ে চলতি মরশুমে তাঁর প্রথম খেতাব ছিনিয়ে নিলেন সাইনা।
EiSamay.Com saina nehwal trumps sun yu to bag second australian open title
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা


এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা। এর আগে ২০১৪-য় এই টুর্নামেন্টে জয় লাভ করেছিলেন তিনি। সাইনাই একমাত্র ব্যাডমিন্টন তারকা যিনি দু-বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন। রিও অলিম্পিকের আগে এই খেতাব জয় সাইনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনার কাছে এবারও পদক আশা করছে ভারত।

এদিন প্রথম গেমে চিনের সান ইউ-এর সামনে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ও তৃতীয় গেমে নিজের আসল খেলা দেখান তিনি। এর আগে গত কয়েক মাস ধরেই চোট-আঘাতে ভুগছিলেন তিনি। তবে এদিনের খেলায় প্রমাণিত যে হায়দরাবাদী তরুণী তাঁর নিজস্ব ফর্মে ফিরে এসেছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল