অ্যাপশহর

রুদ্ধশ্বাস ম্যাচে সিন্ধুকে হারিয়ে তৃতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন সাইনা

এর আগে দু’বার মুখোমুখি হয়েছেন সাইনা-সিন্ধু

EiSamay.Com 8 Nov 2017, 7:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাইনা বনাম সিন্ধু ঘিরে আজ ভারতীয় ব্যাডমিন্টন মহলের আগ্রহ ছিল তুঙ্গে। দুই শাটলার জাতীয় মিটে খেলবেন নিশ্চিত হওয়ার পরই অপেক্ষা ছিল মুখোমুখি গেমের। আজ নাগপুরে হলও তাই। আর ২১-১৭, ২৭-২৫ গেমে পি ভি সিন্ধুকে হারিয়ে তৃতীয় বার জাতীয় ব্যাডমিন্টন লিগ চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। এর আগে ২০০৬ ও ২০০৭ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা।
EiSamay.Com saina nehwal becomes the national champion for the third time defeats pv sindhu
রুদ্ধশ্বাস ম্যাচে সিন্ধুকে হারিয়ে তৃতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন সাইনা


ভারতীয় ব্যাডমিন্টনের দুই তারকাই শুধু নয়, বিশ্ব তালিকায় ২ নম্বরে সিন্ধু ও ১১ নম্বরে রয়েছেন সাইনা। তাই ভারতের পাশাপাশি ম্যাচে নজর ছিল বিশ্বের ব্যাডমিন্টন প্রেমীদের। মঙ্গলবার অনুরা প্রভুদেসাইকে হারিয়ে (২১-১১, ২১-১০) ফাইনালে পৌঁছন সাইনা। আর রুথভিকা শিবানিকে ১৭-২১, ২১-১৫, ২১-১১ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছন পি ভি সিন্ধু।
A top quality rally finish the proceedings in Nagpur. @NSaina becomes the national champion for the third time. Defeats @Pvsindhu1 21-17, 27-25. What a nail-biter! pic.twitter.com/wxbFBxOWxf — PBL India (@PBLIndiaLive) November 8,2017 এর আগে দু’বার মুখোমুখি হয়েছেন সাইনা-সিন্ধু৷ প্রথমবার ২০১৪ সালে সৈয়দ মোদী আন্তর্জাতিক মিটে৷ তখন জেতেন সাইনা৷ তার পর চলতি বছর ইন্ডিয়ান সুপার সিরিজে৷ সেখানে শেষ হাসি হেসেছিলেন সিন্ধু৷



এর মধ্যে দু’জনের খেলোয়াড় জীবনেই অনেক পরিবর্তন এসেছে৷ ২০১৫ সালে সাইনা বিশ্বের এক নম্বর হয়েছিলেন৷ রিওতে রুপো জয়ের পর সিন্ধু পৌঁছে যান, এখনও পর্যন্ত তাঁর খেলোয়াড় জীবনের শীর্ষবিন্দুতে৷ এর পর সাইনার চোট এবং দীর্ঘ সময় পর কোর্টে ফিরে ছন্দ না পাচ্ছিলেন না৷ সম্প্রতি ফের ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন, সম্প্রতি হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিকে৷ আর সিন্ধুও ধীরে ধীরে নিজেকে পরের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷

আজকের ম্যাচের পর সিন্ধু ১ আর সাইনা ২। অপেক্ষা থাকবে আরও এক সম্মুখ সমরের। তবে দুই তারকার লড়াইয়ে জয়ী কোচ গোপীচাঁদ ও ভারতীয় ব্যাডমিন্টন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল