অ্যাপশহর

হাঁটুর অস্ত্রোপচার, ফরাসি ওপেনে নেই ফেডেরার

সুইস তারকার সম্প্রতি হাঁটুতে অর্থোস্কোপিক সার্জারি হয়েছে সুইজারল্যান্ডে। তার পরেই জানা গিয়েছে, ফরাসি ওপেন তো বটেই ফেডেরার এর পরে দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা, মায়ামি ওপেনেও খেলতে পারবেন না।

EiSamay.Com 21 Feb 2020, 11:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চোটের জন্য বিশ্বের তিন নম্বর রজার ফেডেরার আসন্ন ফরাসি ওপেনে অংশ নিতে পারবেন না। হাঁটুর চোটে ফরাসি ওপেন শুরুর কয়েক সপ্তাহ আগেই ছিটকে গেলেন তিনি।
EiSamay.Com Roger Federer drops out of French open as he will undergo knee surgery
রজার ফেডেরার


সুইস তারকার সম্প্রতি হাঁটুতে অর্থোস্কোপিক সার্জারি হয়েছে সুইজারল্যান্ডে। তার পরেই জানা গিয়েছে, ফরাসি ওপেন তো বটেই ফেডেরার এর পরে দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা, মায়ামি ওপেনেও খেলতে পারবেন না।

এটিপি টুর নিজেদের টুইটার অ্যাকাউন্টে ফেডেরার বক্তব্য তুলে ধরেছে। সেখানে ফেডেরার বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই ডান হাঁটুর সমস্যায় ভুগছি। ভেবেছিলাম, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু, বেশ কিছু দিন ধরে সমস্যাটা চলতে থাকায় আর্থোস্কোপিক সার্জারির সিদ্ধান্ত নিই। গত কাল সুইৎজারল্যান্ডে এই অস্ত্রোপচার হয়েছে। তাড়াতাড়ি কোর্টে নামতে মুখিয়ে রয়েছি। ঘাসের কোর্টে আবার দেখা হচ্ছে।’ সঙ্গে সংযোজন, ‘চিকিৎসকেরা বলেছেন, সঠিক সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওঁরা নিশ্চিত, আমি দ্রুত সেরে উঠব।’

চোট নিয়েই খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। ফাইনালে নোভাক জকোভিচের কাছে এ জন্য ভুগতেও হয়েছে। চিকিৎসার জন্য বাড়তি সময়ও নিয়েছিলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল, কোথাও একটা সমস্যা হচ্ছে।

রয়টার্সের সূত্র অনুযায়ী, চলতি মরশুমে ক্লে কোর্টে একমাত্র রোলাঁ গারোতেই নামার কথা ছিল ফেডেরারের। অন্যান্য প্রতিপক্ষদের মতো নয়, গত অস্ট্রেলিয়ায় এটিপি কাপ থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে। নিজের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৮-য় মেলবোর্ন পার্কেই। ২৪ মে থেকে ফরাসি ওপেন শুরু। সেখানে নামার কোনও প্রশ্নই নেই ফেডেরারের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল