অ্যাপশহর

সলমনের সমর্থনে সৌরভ

সলমন খানের অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর হওয়া নিয়ে যতই বিতর্ক হোক না কেন, এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর সাফ কথা, ‘সলমন থাকলে আরও গ্ল্যামার এবং উত্তেজনা বাড়বে৷’

EiSamay.Com 29 Apr 2016, 3:07 pm
এই সময়: সলমন খানের অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর হওয়া নিয়ে যতই বিতর্ক হোক না কেন, এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর সাফ কথা, ‘সলমন থাকলে আরও গ্ল্যামার এবং উত্তেজনা বাড়বে৷’
EiSamay.Com rio controversy sourav ganguly bats for salman khan
সলমনের সমর্থনে সৌরভ


বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভকে সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সলমনের জনপ্রিয়তা বিশাল৷ এটা অস্বীকার করার জায়গা নেই৷ এটাকে যদি কাজে লাগানো যায়, খারাপ কী?’ জুড়ে দিয়েছেন, ‘কোথাও তো লেখা নেই, একজনই অ্যাম্বাসাডর হতে পারবেন৷ তেমন হলে অন্য কাউকেও করা যেতে পারে সলমনের সঙ্গে৷’

ব্যাখ্যা দিয়ে সৌরভ বলেছেন, ‘খেলা এবং বিনোদন একে অপরের পরিপূরক৷ আমাদের দেশ থেকে যারা অলিম্পিকে যাচ্ছে, আমি নিশ্চিত, তারা সলমনের সঙ্গে দারুণ একটা টিম করতে পারবে৷’

এ ব্যাপারে আইপিএল, আইএসএল এমনকি কমনওয়েলথ গেমসের তুলনা টেনেছেন সৌরভ৷ তাঁর যুক্তি, ‘কমনওয়েলথ বা আইপিএলের মতো বড় ইভেন্টে উদ্বোধনের সময় গ্ল্যামার আনার জন্য বলিউডকে যোগ করা হয়৷ এটা ভালো ব্যাপার৷ দুটোর মেলবন্ধনে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে৷ আইএসএলেও তাই হয়৷’ তবে অলিম্পিকে সলমনকে নিয়ে যে সমস্যা, সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে মনে করছেন সৌরভ৷

সলমনের পাশে দাঁড়িয়েছেন তাঁর বাবা সেলিম খানও৷ ৮০ বছরের সেলিম টুইট করেছেন, ‘গত ২৫ বছরে আমার ছেলে অনেক বিতর্কে জড়িয়েছে৷ আমি সব সময় ওকে সমর্থন করিনি৷ কিন্ত্ত এ বার করছি৷ মদ-সিগারেট প্রোমোট করার চেয়ে খেলার জন্য কিছু করা অনেক ভালো৷’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল