অ্যাপশহর

ফ্লাশিং মেডোয় রাজা-রাফা, ১৬তম গ্র্যান্ড স্লাম জয় নাদালের

দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় বারের জন্য ইউ এস ওপেন নিজের দখলে রাখলেন রাফা। এর আগে ২০১০ এবং ২০১৩-য় যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন তিনি।

EiSamay.Com 11 Sep 2017, 3:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সকলেই একে একে ছিটকে গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে। ফাইনালে তাই নজর ছিল নাদালের দিকেই। তিনি হতাশ করেননি। দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় বারের জন্য ইউ এস ওপেন নিজের দখলে রাখলেন রাফা। এর আগে ২০১০ এবং ২০১৩-য় যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন তিনি।
EiSamay.Com rafael nadal wins us open with straight set win over kevin anderson
ফ্লাশিং মেডোয় রাজা-রাফা, ১৬তম গ্র্যান্ড স্লাম জয় নাদালের


প্রতিযোগিতার সবচেয়ে লম্বা খেলোয়াড় (৬ ফুট ৮ ইঞ্চি) হিসাবে ফ্লাশিং মেডোয় এ বছর Ace মারার রেকর্ড করেছেন অ্যান্ডারসন। ফাইনালেও তাঁর প্রধান অস্ত্র ছিল সার্ভিসই। গোটা ম্যাচে ১০টি Ace মাসের কেভিন। তুলনায় নাদাল মেরেছেন মাত্র একটি। কিন্তু ভালো সার্ভিস করলেই যে ম্যাচ জেতা যাবে এমনটা নয়। একের পর এক আনফোর্সড এরর করে নাদালকে পয়েন্ট তুলে দিয়েছেন অ্যান্ডারসন। এক বারের জন্যেও দেখে মনে হয়নি, অ্যান্ডারসন নাদালকে হারাতে পারেন। ভলি হোক, বা ফোরহ্যান্ড, ড্রপশট হোক নেটের কাছে খেলা, সব ক্ষেত্রেই অ্যান্ডারসনকে টেক্কা দিয়েছেন নাদাল।

ম্যাচ জিতে নাদালের প্রতিক্রিয়া, ‘এ বছর অবিশ্বাস্য ঘটনা ঘটছে। গত ২ বছর চোটের কারণে বেশ সমস্যা হয়েছিল খেলতে। বেশ কিছু প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। এ বছরের শুরু থেকে ভালো ফর্মে খেলছি। আমায় আবার টেনিস কোর্টে ফিরিয়ে আনার জন্য আমার আঙ্কল টোনি-কে ধন্যবাদ জানাচ্ছি। তবে কোনও ধন্যবাদই তাঁর জন্য যথেষ্ট নয়।’ আগামী বছর থেকে প্রাক্তন টেনিস খলোয়াড় কার্লোস মোয়া-র কাছে প্র্যাক্টিস শুরু করবেন নাদাল।

এই নিয়ে মোট ১৬টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। একমাত্র রজার ফেডেরারই তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন ১৯টি গ্র্যান্ড স্লাম জিতে। চলতি বছরে ফ্রেঞ্চ ওপেন এবং ইউ এস ওপেন জেতেন রাফা। অন্য দিকে, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন জিতেছেন ফেডেরার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল