অ্যাপশহর

এশিয়ান মিটে ভল্ট ফাইনালে বাংলার প্রণতি

গতবারও তিনি ফাইনালে উঠেছিলেন। চার নম্বরে শেষ করেছিলেন। অল্পের জন্য পদক মিস করে। এ বার তাঁর সামনে পদকের হাতছানি। ফ্লোর ইভেন্টে এ বার দারুণ কিছু করতে পারেননি। ভল্টে অবশ্য ছিলেন স্বমহিমায়।

EiSamay.Com 21 Jun 2019, 1:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গোলিয়াতে এশিয়ান মিটে ফাইনালে পৌঁছলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। কোয়ালিফিকেশনে তিনি ছয়ে শেষ করেছেন।
EiSamay.Com pranati nayek
প্রণতি নায়েক


গতবারও তিনি ফাইনালে উঠেছিলেন। চার নম্বরে শেষ করেছিলেন। অল্পের জন্য পদক মিস করে। এ বার তাঁর সামনে পদকের হাতছানি। ফ্লোর ইভেন্টে এ বার দারুণ কিছু করতে পারেননি। ভল্টে অবশ্য ছিলেন স্বমহিমায়। প্রণতি ছাড়া ভারতের অন্য কোনও জিমন্যাস্টের প্রাপ্তির তালিকা শূন্য। ছেলে ও মেয়েদের টিম ফাইনালে পৌঁছতে পারেনি। মেয়েদের টিমে বাংলার প্রণতি নায়েক ছাড়া ছিলেন প্রণতি দাস ও পাপিয়া দাস। ছেলেদের বিভাগেও ছিলেন বাংলার অরিক দে ও দেবাং দেব। দু'জনেই সার্ভিসেসের। টিম ইভেন্টেও ছেলেদের স্কোরও আহামরি কিছু নয়। টিম ইভেন্ট মেয়েদের পয়েন্ট ১৩১. ২৫। সেখানে ছেলেদের স্কোর ২২৯. ৬৯৯।

ফলে প্রণতিকে নিয়ে যাবতীয় আশা জাতীয় টিমে। শেষবার ফাইনালে চারে শেষ করার পরে হাহুতাশ ছিল। এশিয়াডে দারুণ কিছু করতে পারেননি।

এ বার চোটের কারণে দীপা কর্মকার টিমের সঙ্গে নেই। ফলে প্রণতির সামনে শেষ আশা। ১৫ বছরের বেশি সময় ধরে জাতীয় টিমে রয়েছেন। কিন্তু সাফল্যের মুখ দেখেননি। মঙ্গোলিয়া থেকে ফোনে প্রণতির কোচ মিনেরা বেগম বলছিলেন, 'নতুন করে বলার কিছু নেই। প্রণতি চেষ্টা করবে নিজের সেরাটা দেওয়ার। কোয়ালিফিকেশনে ভালো স্কোর করেছে। ফাইনালে তা করতে পারলে পদক আসতেই পারে।'

মেদিনীপুরের পিংলার এই জিমন্যাস্ট সল্টলেক সাইয়ের শিক্ষার্থী। নয়াদিল্লিতে জাতীয় শিবিরেও ছিলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল