অ্যাপশহর

গোপীদের অনলাইন ক্লাসে আচমকা পর্ন

দেশের ১৬ টি ফেডারেশন জুম অ্যাপেই ক্লাস করছে। কখনও কোচদের। কখনও শিক্ষার্থীদের সঙ্গে। কখনও ডিপ্লোমা কোচদের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জুম অ্যাপ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেশের সরকারি ও বেসরকারি সকলেই এই জুম অ্যাপ ব্যবহার করছেন।

EiSamay.Com 25 Apr 2020, 12:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যাডমিন্টনের অনলাইন ক্লাসে ঘটল লজ্জাজনক ঘটনা।
EiSamay.Com pornographic images pop up on the screen while gopichand was conducting online classes
গোপীচাঁদ


ক্লাস চলাকালীন পর্দায় ভেসে উঠেছে পর্নগ্রাফির একটি ভিডিয়ো। অনলাইন সেই ক্লাসে ছিলেন দ্রোণাচার্য কোচ পুলেল্লা গোপীচাঁদ সহ দুই বিদেশি কোচ। ক্লাস নিচ্ছিলেন তাঁরাই। এ ছাড়া দেশের আটশো কোচ ছিল সেই অনলাইন ক্লাসে। ২০ এপ্রিল থেকে দেশজুড়ে ব্যাডমিন্টন কোচদের ক্লাস শুরু হয়েছে। সপ্তাহে পাঁচদিন করে ক্লাস। এ দিন ছিল তৃতীয় দিন। সাইয়ের যাবতীয় অনলাইন ক্লাস জুম অ্যাপেই হয়ে থাকে। এ দিনও তাই হচ্ছিল। এক ঘণ্টার ক্লাস ছিল। ক্লাস শুরু হওয়ার পরে দু-তিনবার বিতর্কিত ভিডিয়ো দেখা দিয়েই তা অদৃশ্য হয়ে যায়।

দুপুর ১২.৪০ মিনিট নাগাদ আচমকাই পর্ন ভিডিয়োটি চলে আসে। সঙ্গে সঙ্গে সিন্ধু-সাইনাদের কোচ গোপীচাঁদ লগআউট করে যান। স্তম্ভিত বাকি কোচরাও। ক্লাসটি আর চালানো যায়নি।

কিন্তু কী করে এই ঘটনা হল? নয়াদিল্লিতে সাই সদর দপ্তর থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। ব্যাডমিন্টনে অনলাইন ক্লাস হ্যাকড করা হয়েছিল, এ রকম অভিযোগ অবশ্য সাই করছে না। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়াদপ্তরের যাবতীয় অনলাইন ক্লাস এই জুম অ্যাপেই হয়ে থাকে। প্রতিদিন বিভিন্ন স্পোর্টস ফেডারেশন বিভিন্ন টাইমে কোচদের নিয়ে ক্লাস নিচ্ছেন। তাই ঘটনায় হতবাক সকলেই।

বেঙ্গালুরুতে সাইয়ের আইটি দপ্তর রয়েছে। তদন্তের কাজ সেখান থেকে চলছে। আটশো কোচের মধ্যে বহু মহিলা কোচ ছিলেন। ব্যাডমিন্টন ফেডারেশন ও সাই যৌথভাবে এই ক্লাসের উদ্যোক্তা। কেন এই ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন সকলের। লকডাউনের বাকি দিনগুলোতে এই ক্লাস চলা নিয়েও জিজ্ঞাসার চিহ্ন ঝুলে গেল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল