অ্যাপশহর

'সেদিন আমাকে ফাঁসানো হয়েছিল', ফের মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

পিঙ্কি প্রামাণিক। বাংলার অ্যাথলেটিক্স দুনিয়ায় একটি অন্যতম উজ্জ্বল নাম। নিজের দক্ষতাতেই তিনি স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছেন। 'এই সময় ডিজিটাল'কে খোলাখুলি জানালেন মনের কথা।

EiSamay.Com 24 Jan 2022, 2:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জীবন এখন অনেকটাই মসৃণ। একটা সময় তাঁর দৌড়ে বিদ্যুৎ খেলে যেত। আজ তিনি অনেকটাই নিষ্প্রভ। শিয়ালদহ স্টেশনে হামেশাই দেখতে পাওয়া যায় সাদা পোশাকে। পরীক্ষা করছেন যাত্রীদের টিকিট। আশা করি, আপানাদের বুঝতে আর বাকি নেই যে কার কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন। আমরা সেই হারিয়ে যাওয়া বাংলার অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে নিয়েই কথা বলছি। সালটা ছিল ২০১২। একটি মারাত্মক অভিযোগ বদলে দিয়েছিল পিঙ্কির গোটা জীবন। তারপর থেকে কেটে গিয়ে দশ-দশটা বছর। এই ১০ বছর জীবনের গতিপথ কোনদিকে মোড় নিল, সেকথাই 'এই সময় ডিজিটাল'কে স্পষ্ট জানালেন পিঙ্কি।
EiSamay.Com Pinki Main
পিঙ্কি প্রামাণিক, নিজস্ব ছবি


কিন্তু, কী হয়েছিল ২০১২ সালে? পিঙ্কির এক বান্ধবী তাঁকে লিঙ্গ পরীক্ষা করাতে বাধ্য করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর দেখা গিয়েছিল, তাঁর শরীরে পুরুষ স্বত্ত্বা বেশি রয়েছে। যদিও পিঙ্কি এই পরীক্ষার ফলাফল নাকচ করে দেন এবং গোটা ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের পক্ষ থেকে তাঁর ক্রোমোজোম প্যাটার্ন পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হয়েছিল। সেখানেও রিপোর্ট একই আসে। যদিও মেডিক্যাল রিপোর্টে দাবি করা হয় যে তাঁর শরীরে পুরুষ স্বত্ত্বা এতটাই কম রয়েছে যে তিনি কোনও মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবেন না।

ঘটনাটি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে পিঙ্কি জানিয়েছিলেন, যে মেয়েটি এই অভিযোগ করেছিলেন, তাঁর সঙ্গে কোনও সম্পর্কই ছিল না। মহিলাটি তাঁর সঙ্গী এবং পাঁচ বছরের ছেলেকে নিয়ে পাশের ঘরে ভাড়া থাকতেন। অভিযোগ, সে নাকি পিঙ্কির নগ্ন ছবি তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতে থাকেন।

এই সময় ডিজিটালকে ফোনে পিঙ্কি জানালেন, 'এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তবে সেদিন আমাকে ফাঁসানো হয়েছিল।'

তবে পিঙ্কি তাঁর সফল কেরিয়ার নিয়ে যে যথেষ্ট উচ্ছ্বসিত, সেকথাও জানাতে ভুললেন না তিনি। ফোনেই বললেন, 'কোনওদিন কাউকে দেখে খেলাধুলোয় আলাদা করে অনুপ্রেরণা পাইনি। গ্রামের মেয়ে, তাই ছোটোবেলা থেকেই মাঠেঘাটে খেলাধুলো করতাম। তবে বাড়ির কেউ কোনওদিন কোনও বাধা দেয়নি।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৬ সালে মেলবোর্নে আয়োজিত কমনওয়েলথ গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে তিনি রুপো জয় করেছিলেন। পাশাপাশি ওই একই বছরে দোহায় আয়োজিত এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে তিনি সোনা জয় করেছিলেন।

সবশেষে বাংলার আগামীদিনের অ্যাথলিটদের নিয়ে মুখ খুললেন পিঙ্কি। তাঁর আক্ষেপ, বাংলা থেকে সেইভাবে কোনও অ্যাথলিট আর উঠে আসছে না। পাশাপাশি রাজ্যে অ্যাথলিটদের জন্য তেমন কোনও পরিকাঠামোও নেই। সঙ্গে যোগ করেন, বাংলার অ্যাথলিটরা যদি আরও বেশি করে আগ্রহ প্রকাশ করেন, তাহলে রাজ্য সরকারও পরিকাঠামো উন্নয়নে আরও বেশি করে জোর দেবেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল