অ্যাপশহর

যাবজ্জীবন হতে পারে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের!

দিল্লি পুলিশের এক সূত্র জানাচ্ছে, সুশীলকে (Sushil Kumar) 'মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট'-এর আওতায় আনা হতে পারে। এটা হলে সহজে জামিন পাওয়া তো দূর, যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও হতে পারে।

Ei Samay 1 Jun 2021, 1:52 pm
এই সময়: ক্রমশ জালে জড়িয়ে যাচ্ছেন সুশীল কুমার। এ বার তাঁর বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাট ও তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠল। অলিম্পিকের জোড়া পদক জয়ী সুশীলকে নিয়ে হরিদ্বারে গিয়েছে তদন্তকারী টিম। লুকিয়ে থাকার সময় হরিদ্বারেই যে প্রথম গিয়েছিলেন তিনি, তার স্পষ্ট প্রমাণ পেয়েছে পুলিশ। হরিদ্বারে তিনি কোথায় ছিলেন, কারা সুশীলকে সাহায্য করেছিলেন, এই সবই খতিয়ে দেখা হবে। হরিদ্বারের পর সুশীল আর যেখানে-যেখানে গিয়েছিলেন, সেই সব জায়গাতেও তাঁকে নিয়ে যাওয়ার ভাবনা আছে পুলিশের।
EiSamay.Com Sushil Kumar
সুশীল কুমার


এখানেই শেষ নয়। দিল্লি পুলিশের এক সূত্র জানাচ্ছে, সুশীলকে 'মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট'-এর আওতায় আনা হতে পারে। এটা হলে সহজে জামিন পাওয়া তো দূর, যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও হতে পারে।

খুনের ঘটনার পর থেকে সুশীলের মোবাইলটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, ফোনটি হরিদ্বারেই কোথাও লুকিয়ে রেখেছেন বা নষ্ট করে দিয়েছেন সুশীল। যে পোশাকে তিনি পালিয়েছিলেন, সেটাও খুঁজে পায়নি পুলিশ।

তদন্তে মোটেই তেমন সাহায্য করছেন না কিংবদন্তি কুস্তিগীর। পুলিশ এমন অভিযোগও এনেছে। সুশীল বারেবারেই বলে যাচ্ছেন, সাগরকে খুনের অভিপ্রায় তাঁদের ছিল না। কিছুটা ভয় দেখিয়ে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন। ১৩ জন অভিযুক্তের মধ্যে ৯ জনকে ধরতে পেরেছে পুলিশ। বাকি চার জনের খোঁজ চলছে।

সুশীলকে সাত দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। সেই জায়গায় চারদিনের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের দাবি, টানা জেরা করতে পারলে অনেক কিছু পাওয়া যাবে। কারণ, সুশীল তদন্তকারীদের অনেক উত্তরই এড়িয়ে যাচ্ছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল