অ্যাপশহর

ধাওয়া করে ইভটিজার ধরলেন সোনাজয়ী অ্যাথলিট কৃষ্ণা পুনিয়া

‘ত্রাতা’-র ভূমিকায় অবতীর্ণ হলেন কমনওয়েল্থ গেমসে সোনাজয়ী ডিস্কাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। গাড়ি থেকে নেমে ধাওয়া করে তিনি ধরে ফেলেন দুষ্কৃতীকে।

EiSamay.Com 3 Jan 2017, 3:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নারীদের সুরক্ষার জন্য এ বার কি নিজেদেরই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে? রাজস্থানের একটি ঘটনা অন্তত তেমনটাই ইঙ্গিত করছে। সেখানে ‘ত্রাতা’-র ভূমিকায় অবতীর্ণ হলেন কমনওয়েল্থ গেমসে সোনাজয়ী ডিস্কাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। গাড়ি থেকে নেমে ধাওয়া করে তিনি ধরে ফেলেন দুষ্কৃতীকে।
EiSamay.Com olympian krishna poonia a real life hero after saving three women from being molested
ধাওয়া করে ইভটিজার ধরলেন সোনাজয়ী অ্যাথলিট কৃষ্ণা পুনিয়া


ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। কৃষ্ণার স্বামী বীরেন্দ্র জানিয়েছেন, গত ১ জানুয়ারি সাদুলপুর অঞ্চলে নিজের গাড়িতে যাচ্ছিলেন কৃষ্ণা। রেলওয়ে ক্রসিংয়ের ঠিক সামনেই দেখেন কয়েকজন যুবক তিন তরুণীকে নানা মন্তব্য করছে। গাড়ি থেকে নামে কৃষ্ণা এগিয়ে যান তরুণীদের দিকে। তত ক্ষণে অভিযুক্তরা পালাতে আরম্ভ করেছে। জিজ্ঞাসা করে জানা যায়, নানা অশ্লীল মন্তব্য করছিল ওই যুবকরা। প্রতিবাদ করলে এক তরুণীকে মারধরও করে তারা।

এ কথা শুনে এক যুবকের পেছনে দাওয়া করেন কৃষ্ণা। কয়েকশো গজ দৌড়ে তাকে ধরেও ফেলেন। একাই টেনে হিঁচড়ে থানায় নিয়ে যান। বাকি দুই অভিযুক্ত পালাতে সক্ষম হয়। ঘটনার খবর তরুণীদের বাড়িতে পৌঁছলে অভিবাবকরাও এসে পড়েন। থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তরুণীদের বাড়িও পৌঁছে দেয়।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল