অ্যাপশহর

সাক্ষী ও চানুর জন্য অর্জুন নীতি বদল

বিতর্ক হয়েছিল কুস্তিগির সাক্ষী মালিক ও ভারোত্তোলক মীরাবাই চানুকে নিয়ে। অতীতে দু'জনেই খেলরত্ন পাওয়ার পর এ বারে অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। পুরস্কারের জন্য গঠিত নির্বাচকমণ্ডলীও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিযয়টি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপরে ছেড়ে দেওয়া হয়েছিল।

EiSamay 22 Aug 2020, 12:03 pm
এই সময়: দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পেয়ে গেলে সেই ক্রীড়াবিদ পরে খেলা নিয়ে আর অন্য কোনও পুরস্কার পাবেন না।
EiSamay.Com Sakshi Malik and Mirabai Chanu
কুস্তিগির সাক্ষী মালিক ও ভারোত্তোলক মীরাবাই চানু


বিতর্ক হয়েছিল কুস্তিগির সাক্ষী মালিক ও ভারোত্তোলক মীরাবাই চানুকে নিয়ে। অতীতে দু'জনেই খেলরত্ন পাওয়ার পর এ বারে অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। পুরস্কারের জন্য গঠিত নির্বাচকমণ্ডলীও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিযয়টি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু দু'জনকে অর্জুন পুরস্কারের তালিকা থেকে বাদ দেন। এই বাদ দেওয়ার পরে ব্যাপারটি নিয়মের মধ্যে চলে এল। ভবিষ্যতে কোনও ক্রীড়াবিদ আর আবেদন করতে ভরসা পাবেন না।

একই সঙ্গে নির্বাচকদের তালিকায় নতুন কোনও পুরস্কার প্রাপকের নাম সংযোজন করেননি ক্রীড়ামন্ত্রী। পাঁচজন খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। অলিম্পিকের বছর না হয়েও কেন পাঁচজন খেলরত্ন? কেনই বা ২৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের নাম প্রস্তাব করা হয়েছে? তা নিয়ে নির্বাচকদের প্রশ্নের মুখে ফেলেননি ক্রীড়ামন্ত্রী। শুক্রবার সরকারি ঘোষণায় পাঁচ খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন- রোহিত শর্মা, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, মণিকা বাত্রা, রানি রামপাল ও বিনেশ ফোগত। এই রাজ্যে থেকে দ্রোণাচার্য পেয়েছেন নরেশ কুমার। অর্জুন পেয়েছেন তিরন্দাজ অতনু দাস। ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন প্রয়াত শচীন নাগ। ধ্যানচাঁদ পেয়েছেন জাতীয় ফুটবল টিমের প্রাক্তন কোচ সুখবিন্দর সিং।

২৯ অগস্ট জাতীয় ক্রীড়াদিবসে রাষ্ট্রপতি ভবনে ভার্চুয়াল অনুষ্ঠান হবে। পুরস্কার প্রাপকদের ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য স্থানীয় সাই সেন্টারগুলোতে হাজির থাকতে অনুরোধ করা হয়েছে। এ বার পুরস্কার অর্থ বাড়ানো হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল