অ্যাপশহর

'ডোপ চক্রান্তের শিকার, চাই CBI'

ডোপিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সম্ভাবনাময় এই কুস্তিগীরের রিও অলিম্পিকে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

EiSamay.Com 25 Jul 2016, 6:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে ওঠা ডোপিং কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সোমবার সিবিআই তদন্ত দাবি করলেন ভারতীয় কুস্তিগীর নরসিংহ যাদব। ডোপিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সম্ভাবনাময় এই কুস্তিগীরের রিও অলিম্পিকে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নরসিংহের অভিযোগ, রিও-র স্বপ্ন ভেস্তে দিতেই তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যে কারণে নরসিংহ চান, সিবিআইকে দিয়ে ঘটনার তদন্ত হোক। তা হলেই আসল সত্যটা বেরিয়ে আসবে বলে মনে করেন এই তরুণ কুস্তিগীর।
EiSamay.Com narsingh yadav demands cbi probe into doping scandal
'ডোপ চক্রান্তের শিকার, চাই CBI'


নরসিংহের অভিযোগ, গোটা পর্বটাই রিও-য় তাঁর নাম নির্বাচিত হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। যার শুরু আদালত থেকে। সিআইডি একটি রিপোর্টের উল্লেখ করে, প্রাণহানির আশঙ্কাও ব্যক্ত করেছেন এই তুরুণ কুস্তিগীর।

নরসিংহের কথায়, আমার কাছে সবটাই এখন পরিষ্কার। আমি যাতে রিও-য় যেতে না পারি, তার জন্যই এসব চলছে। ডোপিংয়ের অভিযোগ ওঠার পর, ফেডারেশনের কাছে নিজের বক্তব্যও জানিয়েছেন নরসিংহ। ফেডারশনকে তিনি জানান, তিনি যে মেসে থাকেন, সেখানেই চক্রান্ত করে তাঁর খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল।

রিও শুরুর ১০ দিন আগে নরসিংহের ডোপিং টেস্ট হলে, রিপোর্ট পজিটিভ আসে। নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি মেলে রক্তে। যে কারণে শেষমুহূর্তে তাঁর রিও-য় যাওয়ার স্বপ্ন ভেস্তে যেতে পারে। ৭৪ কেজি ফ্রিস্টাইলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা নরসিংহের। এই বিভাগে অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারও ছিলেন অন্যতম দাবিদার।

বছর ছাব্বিশের এই কুস্তিগীর এদিন বলেন, 'আমি এখনও আশাবাদী রিও-য় যাব। সবকিছু খুব শিগগির পরিষ্কার হয়ে যাবে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল