অ্যাপশহর

অলিম্পিকের আগে বড় ধাক্কা! নিষেধাজ্ঞার মুখে দেশের ডোপ টেস্টিং ল্যাব

প্রয়োজনীয় প্রযুক্তি ও পরিষেবা না থাকার কারণেই এনডিটিএল-কে সাসপেন্ড করেছে ওয়াডা। এর ফলে কোনও ভারতীয় ক্রীড়াবিদের ডোপ টেস্ট করাতে হলে তাঁর রক্ত বা মূত্রের নমুনা সংগ্রহ করে দেশের বাইরে ওয়াডা অনুমোদিত কোনও ল্যাবরেটরিতে পাঠাতে হবে।

EiSamay.Com 23 Aug 2019, 12:35 pm

হাইলাইটস

  • টোকিয়ো অলিম্পিক শুরু হতে আর এক বছরও বাকি নেই। এখন বহু অ্যাথলেটিকস ও অন্য ক্রীড়াবিদদের ডোপ টেস্ট করাতে হবে।
  • দেশের বাইরে থেকে টেস্ট করিয়ে আনা বেশ ব্যয়সাপেক্ষ। এই গোটা খরচটাই বহন করতে হবে নাডাকে।
EiSamay.Com olympic-games
অলিম্পিক
এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিয়ো অলিম্পিক শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস। তার আগেই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডার নিজস্ব ডোপ টেস্টিং ল্যাবরেটরি এনডিটিএল-কে সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। ছয় মাসের জন্য এই সাসপেনশন জারি করা হয়েছে।
প্রয়োজনীয় প্রযুক্তি ও পরিষেবা না থাকার কারণেই এনডিটিএল-কে সাসপেন্ড করেছে ওয়াডা। এর ফলে কোনও ভারতীয় ক্রীড়াবিদের ডোপ টেস্ট করাতে হলে তাঁর রক্ত বা মূত্রের নমুনা সংগ্রহ করে দেশের বাইরে ওয়াডা অনুমোদিত কোনও ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ২০ আগস্ট থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

টোকিয়ো অলিম্পিক শুরু হতে আর এক বছরও বাকি নেই। এখন বহু অ্যাথলেটিকস ও অন্য ক্রীড়াবিদদের ডোপ টেস্ট করাতে হবে। দেশের বাইরে থেকে টেস্ট করিয়ে আনা বেশ ব্যয়সাপেক্ষ। এই গোটা খরচটাই বহন করতে হবে নাডাকে। ভারতীয় বোর্ডও সম্প্রতি ডোপ টেস্টের জন্য নাডার আওতায় আসায় ভারতীয় ক্রিকেটার ডোপ টেস্ট করাতে হলে নমুনা অন্য দেশের পরীক্ষাগারে পাঠাতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল