অ্যাপশহর

ওয়েটলিফ্টিংয়ে বিশ্বজয় ভারত-কন্যা মীরাবাইয়ের

দেশের গর্বের এই মুহূর্ত শেষ বার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে। করনম মালেশ্বরীর রেকর্ড।

EiSamay.Com 30 Nov 2017, 12:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের সাইখম মীরাবাই চানু। এদিন ৪৮ কেজি বিভাগে বিশ্বরেকর্ড করেন মীরাবাই। করনম মালেশ্বরীর পরে তিনিই দ্বিতীয় ভারতীয় ওয়েটলিফ্টার, যিনি এই সাফল্য ছুঁলেন।
EiSamay.Com mirabai chanu has lifted a new world record at world weightlifting championships
ওয়েটলিফ্টিংয়ে বিশ্বজয় ভারত-কন্যা মীরাবাইয়ের


মার্কিন যুক্তরাষ্ট্রের আনাহিমে আয়োজিত বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানু অংশ নেন মহিলাদের ৪৮ কেজি বিভাগে। প্রথমে তিনি ৮৫ কেজি তোলেন, তারপর তোলেন ১০৯ কেজি। বিশ্বরেকর্ড তো বটেই, ভাতের সোনাও নিশ্চিত হয়ে যায়। দেশের গর্বের এই মুহূর্ত শেষ বার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে। করনম মালেশ্বরীর রেকর্ড।


IWF WWC 2017 Women's 48kg: 🥇 Chanu Mirabai 🇮🇳 | 194 🥈 Thunya Sukcharoen 🇹🇭 | 193 🥉 Ana Segura 🇨🇴 | 182#2017iwfwwc pic.twitter.com/soupO70zyI — IWF (@iwfnet) November 30, 2017
অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সেপ্টেম্বরেই কমনওয়েলথ গেমস-এর ছাড়পত্র পেয়ে গিয়েছেন চানু।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল