অ্যাপশহর

মিলখা সিংয়ের জীবনাবসান, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

করোনায় পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং (Milkha Singh)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে।

EiSamay.Com 19 Jun 2021, 12:56 am
এইসময় ডিজিটাল ডেস্ক : করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দেশের এই প্রাক্তন তারকা অ্যাথলিট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে চণ্ডীগড়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
EiSamay.Com Milkha Singh
মিলখা সিংয়ের প্রয়ানে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, ছবি সৌজন্য - টুইটার


দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলখা সিংয়ের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন :

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই তাঁর শরীরে করোনা পরবর্তী জটিলতা বাড়তে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। কয়েকদিন আগেই তিনি অবশ্য করোনা যুদ্ধে জয়লাভ করেছিলেন।
গুরুতর অসুস্থ মিলখা সিং, ভর্তি হাসপাতালে
গত ১৩ জুন মারা গিয়েছিলেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। অন্যদিকে ৯১ বছর বয়সি মিলখা সিংও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকেও মোহালির ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিলখার স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে আরও চিকিৎসার জন্য নির্মলকে হাসপাতালেই রাখা হয়েছিল। তাঁদের ছেলে তথা ভারতের কিংবদন্তী গল্ফার জীব মিলখা সিং এবং তাঁর বোন মোনা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।
কেমন আছেন মিলখা সিং? হাসপাতালের নয়া আপডেট
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এশিয়ান গেমসে চারবারের সোনার পদকজয়ী অ্যাথলিট তথা ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

ইতালির রাজধানীতে গড়ে ওঠা মিলখার সময় ৩৮ বছর ধরে জাতীয় রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ ছিল। তবে ১৯৯৮ সালে পরমজীত সিং এই রেকর্ড ভেঙে দেন।

১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে পদ্মশ্রী পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল