অ্যাপশহর

কোর্টে ফিরতে পারেন ক্লিস্টার্স

ক্লিস্টার্স মা হওয়ার পর ফিরে এসে যখন ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন, তখন ব্যাপক চর্চা হয়েছিল তাঁর কামব্যাক নিয়ে। এ বার আরও কামব্যাক ঘিরে শুরু হয়েছে চর্চা...

EiSamay.Com 13 Sep 2019, 9:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রাক্তন একনম্বর কিম ক্লিস্টার্স অবসর ভেঙে কোর্টে ফিরতে চাইছেন। ৩৬ বছরের তারকা, তিন সন্তানের জননী, কিম এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মতুন করে প্রমাণ করার কিছু নেই। আমার কাছে প্রত্যাবর্তনটাই চ্যালেঞ্জ।’ সঙ্গে সংযোজন, ‘আমার এক বন্ধু বলেছে, ৫০ বছরে পৌঁছনোর আগে আমার নিউ ইয়র্ক ম্যারাথনে নামা উচিত! আমি খেলতে ভালোবাসি। আমাকে কোনও গ্র্যান্ডস্লামে এখনও যদি বলা হয় র‍্যাকেট দিয়ে বল মারতে, তা হলে আমি এগিয়ে যাব। এখনকার যে কোনও প্লেয়ারের প্র্যাক্টিস পার্টনার হতে পারি আমি। আমি এতটাই খেলতে ভালোবাসি। তবে প্রশ্ন হল, যেখানে আমি ছিলাম, সেখানে কি ফিরতে পারব? আমার মনে হয় পারব। যে পর্যায়ে আমি খেলতাম, সেখানেই পৌঁছতে পারব। আমি নিজেকে চ্যালেঞ্জ করতে চাই। এটা ম্যারাথন নয়। তাই আর একবার চেষ্টা করতে চাই।’
EiSamay.Com kim clijsters wants to make a come back to the tennis court
ক্লিস্টার্স


২০০৩ সালে বিশ্বের এক নম্বর হয়েছিলেন। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়ে মাত্র ২৩ বছর বয়সে অবসর ঘোষণা করে চমকে দেন ক্লিস্টার্স। পর পর চোটের জন্যই এই সিদ্ধান্ত নেন। এর দু’বছর পর ফের ফিরে আসেন। এবং, মেয়ে হওয়ার পর ফিরে এসে ২০০৯-এ ওয়াইল্ড কার্ড পেয়ে ফের যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি হারান ভেনাস উইলিয়ামস, লি না, সেরেনা উইলিয়ামস এবং ক্যারোলিন ওজিনিয়াকিকে। ২০১০-এর ফের যুক্তরাষ্ট্র ওপেন, ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন। এবং ফের বিশ্বের এক নম্বরে ফিরে আসেন। বন্ধুত্বপূর্ণ, মাটিতে পা রেখে চলা মানুষটিকে টেনিস বিশ্বে সকলেই ভালোবাসেন। ২০১২-র যুক্তরাষ্ট্র ওপেনের পর ফের অবসর নেন। ৪১টা সিঙ্গলস খেতাবের মধ্যে তাঁর পকেটে ৪টে মেজর এবং তিনটে ডব্লিউটিএ খেতাব। ২০ সপ্তাহ তিনি এক নম্বরে ছিলেন। বলছেন, ‘তৃতীয় সন্তানের জন্মের পর ফের একটু একটু করে কাজে ফিরেছি। তবে, ধারাবাহিকভাবে এখনও কিছু করতে পারিনি। পরিবার, সন্তান এবং প্র্যাক্টিসের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’

ক্লিস্টার্স মা হওয়ার পর ফিরে এসে যখন ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন, তখন ব্যাপক চর্চা হয়েছিল তাঁর কামব্যাক নিয়ে। এ বার আরও কামব্যাক ঘিরে শুরু হয়েছে চর্চা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল