অ্যাপশহর

প্রথম ভারতীয় মহিলা WWE ফাইটারকে চিনে নিন

প্রথম ভারতীয় মহিলা হিসাবে ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্টে (WWE) অংশ নিতে চলেছেন হরিয়ানার কবিতা দেবী।

EiSamay.Com 24 Jun 2017, 12:21 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা হিসাবে ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্টে (WWE) অংশ নিতে চলেছেন হরিয়ানার কবিতা দেবী। গ্রেট খালি-র কাছে বিগত বেশ কিছু দিন যাবত ট্রেনিং নিচ্ছিলেন কবিতা। গত এপ্রিল মাসে দুবাইয়ে WWE স্কাউটদের নজরে পড়ে যান কবিতা। সেখান থেকেই নির্বাচিত হন তিনি।
EiSamay.Com kavita devi is making history as the first indian woman wrestler in wwe
প্রথম ভারতীয় মহিলা WWE ফাইটারকে চিনে নিন




ছোটবেলা থেকে খেলার প্রতি ঝোঁক ছিল কবিতার। স্কুলে পড়াকালীন কাবাডি খেলোয়াড় হিসাবে যথেষ্ট খ্যাত হন। ২০১৬-য় সাউথ এশিয়ান গেমসে ৭৫ কেজি বিভাগে ওয়েটলিফ্টিংয়ে সোনা জেতেন তিনি। সীমা সশস্ত্র বলের কনস্টেবল কবিতা প্রথম নজর কাড়েন একটি ভাইরাল ভিডিয়োতে। গ্রেট খালি-র প্রোমোট করা কন্টিনেন্টাল রেস্টলিং এন্টারটেইনমেন্ট-এ (CWE) বি বি বুলবুল নামের এক মহিলা রেস্টলারকে ধুলো চাটিয়ে ছেড়েছিলেন। এ বার WWE-র আসরে তেমনটাই করবেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল