অ্যাপশহর

জুনিয়র হকি বিশ্বকাপ: শক্তিশালী স্পেনকে হারিয়ে সেমিতে ভারতের ছোটরা

আগামী কাল অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ফাইনালে যাওয়ার টিকিট হাতে আসবে বরুণ কুমার-হরমনপ্রীতদের।

EiSamay.Com 15 Dec 2016, 9:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই দুরন্ত খেলে শক্তিশালী স্পেনকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। আগামী কাল অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ফাইনালে যাওয়ার টিকিট হাতে আসবে বরুণ কুমার-হরমনপ্রীতদের।
EiSamay.Com junior hockey world cup spirited india beat spain 2 1 to enter semis
জুনিয়র হকি বিশ্বকাপ: শক্তিশালী স্পেনকে হারিয়ে সেমিতে ভারতের ছোটরা


প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্মক হকি উপহার দিয়ে এসেছে ভারত। এ দিনও তার অন্যথা হয়নি। লখনউয়ের মেজর ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণের পথে যায় ছেলেরা। তার ফসল হিসাবে ৪ মিনিটেই প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু গোল করতে পারেনি বরুণরা। ৪ মিনিট বাদে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় ভারত। এ মধ্যেই খেলার গতির বিরুদ্ধে ২২ মিনিটে মার্ক সেরাহিমা-র গোলে পিছিয়ে পড়ে ভারত। প্রথমার্ধের খেলা ১-০ পিছিয়ে থেকেই শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় স্পেন। একের পর এক আক্রমণ আটকায় তারা। গোলের নীচে অ্যালবার্ট পেরেজ সতর্ক না থাকলে অনেক আগেই গোল পেয়ে যেত ভারত। কাঙ্খিত গোল এল ম্যাচের ৫৭ মিনিটে। সিমরনজিতের গোলে ম্যাচে সমতা ফেরায় ভারত। ৮ মিনিট বাদে হরমনপ্রীত ২-১ করে যান। হুটার বাজা পর্যন্ত ফল আর পরিবর্তিত হয়নি। আগামী কাল অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ফাইনাল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম এবং বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল