অ্যাপশহর

কমনওয়েলথে বাদ বাংলার সাকিনার রুপো জয় বিশ্বকাপে

দিনকয়েক আগেই কমনওয়েলথ গেমস থেকে তাঁর নাম বাদ পড়ায় আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন এই ভারত্তোলক।

EiSamay.Com 18 Feb 2018, 7:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপে রুপো জিতলেন ভারতের সাকিনা খাতুন। দুবাইয়ের টুর্নামেন্টে ৪৫ কেজি বিভাগে ৮০ কেজি ওজন তুললেন সাকিনা। দিনকয়েক আগেই কমনওয়েলথ গেমস থেকে তাঁর নাম বাদ পড়ায় আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন এই ভারত্তোলক।
EiSamay.Com indias sakina khatun wins a powerlifting silver in the world para powerlifting world cup
কমনওয়েলথে বাদ বাংলার সাকিনার রুপো জয় বিশ্বকাপে


সাকিনা নিজে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে৷ সকলের কাছে বিচার চেয়েছিলেন তিনি৷ সেই চিঠির কপি পাঠানো হয়েছিল ভারতীয় অলিম্পিক কমিটি থেকে প্যারা অলিম্পিক কমিটি পর্যন্ত৷ বেঙ্গালুরু থেকে আত্মহত্যার হুমকি দেন সাকিনা৷ এ সবের ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় অলিম্পিক কমিটি সাকিনার নাম অন্তর্ভুক্ত করার জন্য কমনওয়েলথ গেমস কমিটির কাছে আবেদন করেছে৷

আরও পড়ুন...​ সাকিনার পাশে অলিম্পিক কমিটি



প্যারা পাওয়ার লিফ্টার সাকিনাকে বাদ দিয়ে কমনওয়েলথের জন্য জাতীয় টিম গড়া হয়েছিল৷ এশিয়ার তিন নম্বর হওয়া সত্ত্বেও বাংলার সাকিনাকে বাদ দেওয়ার পরে প্রতিবাদ শুরু হয়৷ দেশের প্যারা অলিম্পিক কমিটি সাকিনার নাম না পাঠানোয় বিতর্কের শুরু৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল