অ্যাপশহর

ডোপ টেস্টে মিলল নিষিদ্ধ স্টেরয়েড, সাসপেন্ড সোনাজয়ী চানু

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সঞ্জিতা চানুর ডোপ পরীক্ষায় মিলেছে নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড।

EiSamay.Com 31 May 2018, 8:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডোপ টেস্টের ফল পজিটিভ হওয়ায়, ভারতীয় ভারোত্তলক সঞ্জিতা চানুকে সাময়িক সাসপেন্ড করল আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন।
EiSamay.Com CHANU


সূত্রের খবর, এ বছর কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সঞ্জিতা চানুর ডোপ পরীক্ষায় মিলেছে নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড। গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৫৩ কেজি ক্যাটেগরিতে মোট ১৯২ কেজি ওজন তুলে সোনার পদক পান ভারতের এই মহিলা ভারোত্তলক।

চূড়ান্ত ডোপ পরীক্ষাতেও যদি ফল পজিটিভ হয়, ২৪ বছর বয়সি এই ভারোত্তলককে কমনওয়েলথ পদক খোয়াতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল