অ্যাপশহর

হকিতে মুখ উজ্জ্বল করেছেন দেশের, আজও বস্তিতেই থাকেন খুশবু খান!

জাতীয় দলে খেলার পরেও আর্থিক অনটন খুশবুর নিত্যদিনের সঙ্গী। নুন আনতে পান্তা ফুরনো সংসারে আশা ছিল সরকারের পক্ষ থেকে তাঁকে হয়ত একটা পাকা বাড়ি করে দেওয়া হবে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 28 May 2022, 5:21 pm
সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একটা পাকা বাড়ি করে দেওয়া হবে। কিন্তু, সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। আন্তর্জাতিক হকি খেলার সুবাদে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিলেও, এখনও ভোপালের ওই ঘুপচি বস্তিই স্থায়ী ঠিকানা ভারতীয় হকি দলের গোলরক্ষক খুশবু সিংয়ের। শুনে কিছুটা অবাকই হলেন তো! আসুন, তাহলে বাকি গল্পটুকুও জেনে নেওয়া যাক।
EiSamay.Com Khushboo main
ভারতীয় হকি দলের গোলরক্ষক খুশবু খান, ছবি সৌজন্য - Instagram@khushbookhan_11


২০১৭ সাল থেকে ভারতীয় হকি দলের হয়ে খেলছেন খুশবু খান। এখনও পর্যন্ত তিনি বেলজিয়াম, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, দক্ষিণ আফ্রিকা, বেলারুশ এবং আয়ারল্যান্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এসেছেন। গত বছর জুনিয়র হকি বিশ্বকাপেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

জাতীয় দলে খেলার পরেও আর্থিক অনটন খুশবুর নিত্যদিনের সঙ্গী। নুন আনতে পান্তা ফুরনো সংসারে আশা ছিল সরকারের পক্ষ থেকে তাঁকে হয়ত একটা পাকা বাড়ি করে দেওয়া হবে। কিন্তু, প্রতিশ্রুতি এলেও বাস্তবে তা এখনও পূরণ হয়নি। সংসারের জোয়াল ধরার জন্য খুশবুর বাবা সাব্বির খান (৫২) আজও অটো রিকশা চালিয়ে দিন গুজরান করেন।
View this post on Instagram A post shared by Khushboo Khan (@khushbookhan_11)

সাব্বির খান বললেন, "আমার মেয়ে আন্তর্জাতিক স্তরে হকি খেলছে এটা দেখেই খুব ভালো লাগছে। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুবাদে ও বিমানে চেপে বিভিন্ন দেশে যাচ্ছে। বড় বড় হোটেলে থাকছে। কিন্তু যখনই বাড়ি ফেরে, জীবনটা একেবারে বদলে যায়। সেই পুরনো বস্তিতেই ওকে থাকতে হয়।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৮ সালে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে বাড়িতে অন্তত একটা পাকা বাথরুম করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে খুশবু খান বললেন, "ওরা (পশু হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের আসল জমি) নিজেদের সংস্কারমূলক কাজের জন্য ওই বাথরুমটা ভেঙে দিয়েছে। তবে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আরও একটা টয়লেট আমাদের তৈরি করে দেওয়া হবে। কিন্তু কিছুই করেনি। মামাজি'র (শিবরাজ সিং চৌহান) উপরে আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করছি, উনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন।"

এই অনুরোধের পর ভোপালের মেয়র অলোক শর্মা খুশবু খানের বাড়িতে গিয়েছিলেন। তিনি একটি পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তবে শুধুমাত্র একা অলোক শর্মাই নন, আরও বেশ কয়েকজন আধিকারিক এই একই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কিন্তু, কবে যে সেই 'মুখের কথা' রাখতে পারবেন, সেই অপেক্ষাতেই দিন গুনছে খুশবুর পরিবার।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল