অ্যাপশহর

চক দে ইন্ডিয়া, স্টিকের কামালে অস্ট্রেলিয়াকে ধুনে দিলেন মেয়েরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু করল ভারতের মেয়েরা। হকিতে তিন ম্যাচের সিরিজে গত কাল মেলবোর্নে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল রানি রামপালরা।

EiSamay.Com 23 Nov 2016, 5:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু করল ভারতের মেয়েরা। হকিতে তিন ম্যাচের সিরিজে গত কাল মেলবোর্নে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল রানি রামপালরা। অধিনায়ক রানির একমাত্র গোলেই জয় পায় ভারত।
EiSamay.Com india women beat hockeyroos 1 0 in first hockey test
চক দে ইন্ডিয়া, স্টিকের কামালে অস্ট্রেলিয়াকে ধুনে দিলেন মেয়েরা


বিশ্ব ১২ নম্বর স্থানে থাকা ভারতীয় দলের এই পারফরম্যান্স রীতিমতো অবাক করেছে ৪ নম্বরে থাকা ‘হকিরুস’রা। অস্ট্রেলিয়ার মহিলা হকি দলকে এ নামেই ডাকা হয়। রানি রামপালের সঙ্গে আরও এক সদস্যের নাম অবশ্যই করতে হয়, তিনি গোলকিপার রজনী এতিম্মার্পু। একের পর এখ আক্রমণ প্রতিহত করতে ডিফেন্সের সঙ্গে একদিকে তিনি যএমন সাহায্য করেছেন। অপর দিকে, বার বার স্টেপ আউট করে অস্ট্রেলীয় আক্রমণ ভোঁতা করে দিয়েছেন।

প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। খেলার ২১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থএকে একমাত্র গোলটি করেন রানি। এর পর বার বার আক্রমণ করলেও গোল পায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে ভারত সমানভাবে আক্রমণ করে। রানি এবং দীপিকা ঠাকুরের যুগলবন্দিতে দিশেহারা দেখিয়েছে হকিরুসদের। ম্যাচের শেষ কোয়ার্টারে মরিয়া চেষ্টা করতে প্রায় গোটা অস্ট্রেলীয় দল উঠে আসে ভারতের হাফে। তবে ম্যাচের ফল বদলায়নি।


As we head into the break, take a look at @imranirampal's splendid PC strike which gave India the lead. #IndiaKaGame pic.twitter.com/jcyQTx1YR1 — Hockey India (@TheHockeyIndia) November 23, 2016
শেষ বার এই ২ দলের দেখা হয় রিও অলিম্পিকে। সেখানে ৬-১ গোলে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। পরের ২টি খেলা রয়েছে যথাক্রমে ২৫ এবং ২৭ নভেম্বর। এ মাসের গোড়ার দিকে চিনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতের মেয়েরা। এ মুহূর্তে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল