অ্যাপশহর

পাকিস্তানকে ৪-০! এশিয়া কাপ হকির ফাইনালে ভারত

পাকিস্তানের এশিয়া কাপ স্বপ্নের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ৫৭ মিনিটে গুরজন্ত সিং।

EiSamay.Com 21 Oct 2017, 8:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপার ফোরে দুর্দান্ত পারফরম্যান্স মনপ্রীত সিংরা। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের একেবারে তুঙ্গে ভারতীয় দল। এহেন মেন ইন ব্লু শনিবার এশিয়া কাপের ম্যাচে ফের পাকিস্তানকে নাস্তানাবুদ করল। পাকিস্তানকে ৪ গোল দিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। ড্র করলেও ফাইনালের ছাড়পত্র হাতেই ছিল মনপ্রীতদের।
EiSamay.Com india beat pakistan 4 0 to enter asia cup final
পাকিস্তানকে ৪-০! এশিয়া কাপ হকির ফাইনালে ভারত


আরও পড়ুন: ​ আজ পাকিস্তানের সঙ্গে ড্র করলেই ফাইনালে ভারত

ভারতের হকি দলকে এশিয়া কাপে অপ্রতিরোধ্য বললে অত্যুক্তি হয় না। আর বিপক্ষ যখন চিরশত্রু দেশ, তখন বাড়তি উদ্দীপনা তো ছিলই। যদিও ম্যাচের প্রথম দিকে খানিক চাপে রাখে পাকিস্তান। ৭ মিনিটে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নারটি পায় পাকিস্তান। ভারত সেভ করে দেয়। ১১ মিনিটে আবার একটি পেনাল্টি কর্নার। কিন্তু বল লাগে গোলপোস্টে। প্রথম কোয়ার্টারে পাকিস্তান বেশ চাপে রাখে ভারতকে।

আরও পড়ুন: ​ মালয়েশিয়াকে ৬-২ ওড়াল ভারত

দ্বিতীয় কোয়ার্টারে ভারত ঘুরে দাঁড়ায়। ২৮ মিনিটে হরমনপ্রীত সিংয়ের ক্রসবার। একটুর জন্য গোল মিস করে ভারত। তৃতীয় কোয়ার্টারে ভারত যেন চেপে বসল পাক বাহিনীর উপর। একের পর এক আক্রমণ। পেনাল্টি কর্নার। শুরুতেই ৩৯ মিনিটে সত্‍‌বীর সিংয়ের দুর্দান্ত গোলে ১-০ এগিয়ে যায় ভারত। ফোর্থ কোয়ার্টারেও শুরু থেকেই প্রবল চাপে পড়ে পাকি ডিফেন্স। ভারতের একের পর এক অ্যাটাকে। ৫১ মিনিটে হরমনপ্রীত সিংয়ের গোলে ২-০ এগিয়ে যায় ভারত। মিনিট কাটতেই ললিত উপাধ্যায়ের আরেকটি গোলে ৩-০।

পাকিস্তানের এশিয়া কাপ স্বপ্নের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ৫৭ মিনিটে গুরজন্ত সিং। আকাশদীপ সিংয়ের রাইট ফ্ল্যাঙ্ককে গোলমুখী করতে সময় নেননি গুরজন্ত। পাকিস্তানের সুপার ফোরে পয়েন্ট মাত্র ১৷ ফাইনালে উঠতে তাদের শুধু ভারতকে হারালেই হত না, বড় ব্যবধানে জিততে হত৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল