অ্যাপশহর

Odisha Hockey Men's World Cup 2018: গুলজার-রহমানের থিম সং এ বার হকি বিশ্বকাপে

ভারতীয় সঙ্গীতের দুই কিংবদন্তির যুগলবন্দি এ বার বিশ্বকাপ হকিতে।

EiSamay 22 Sep 2018, 1:53 pm
এই সময়: ভারতীয় সঙ্গীতের দুই কিংবদন্তির যুগলবন্দি এ বার বিশ্বকাপ হকিতে।
EiSamay.Com গুলজার ও রহমান
গুলজার ও রহমান


২৫ নভেম্বর থেকে ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ হকি। যার থিম সং গেয়েছেন এ আর রহমান। আর এই গানের কথা লিখেছেন গুলজার। এই দু'জনের যুগলবন্দিতে বহু গান কালজয়ী। বিশ্বকাপের থিম সংয়ের কথা, 'জয় হিন্দ হিন্দ, জয় ইন্ডিয়া।' গানটি নিয়ে নিজেই বেশ রোমাঞ্চিত অস্কার জয়ী গায়ক এ আর রহমান। তাঁর কথায়, 'ভারতের অন্যতম সেরা খেলা হকি। এবং সেই খেলার বিশ্বকাপ ভারতে হচ্ছে। আর সেটারই গান গেয়েছি আমি। যেটা আমার ভালো লাগার ব্যাপার।' এখানেই থামেননি রহমান। যোগ করেন, 'বিশ্বকাপ শুরু হলে তা ঘিরে সারা ভারতের হৃদস্পন্দন শোনা যাবে। গুলজারের লেখা গান সেই হৃদয়কে ছুঁয়ে যাবে। এটা প্রেরণা দেবে। এটা রোমাঞ্চ যোগাবে। এই থিম সঙ শুধু ভারতীয় হকি টিমের জন্য নয়, হকি খেলারই স্পিরিট হয় উঠবে। যা সকলের ভালো লাগবে।'

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, 'ভারতীয় সঙ্গীতের মুখ রহমান শুধু গানটা রেকর্ডই করেননি, আমরা বিশ্বকাপের সময় ওঁকে ভুবনেশ্বরে এনে লাইভ অনুষ্ঠানেই এই গান শুনব। আমরা কৃতজ্ঞ গুলজারের মতো কিংবদন্তি তাঁর ছন্দময় সুর দিয়েছেন এই গানে।'

২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এই বিশ্বকাপে অংশ নেবে ১৬ দেশ। ১৯৮২ তে মুম্বইয়ে ও ২০১০ সালে নয়াদিল্লির পর এ বার ভারতে বিশ্বকাপ হকি হচ্ছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল